পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছা ও কয়রা উপজেলা আওয়ামী লীগের বিশেষ নির্বাচনী বর্ধিত সভায় খুলনা-৬ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রার্থী আক্তারুজ্জামান বাবু বলেছেন, বর্তমান উন্নয়ন বান্ধব সরকারের ধারাবাহিকতা বজায় রাখার জন্য নৌকা প্রতীকের পক্ষে সকল ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। প্রত্যেক নেতা-কর্মীকে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার তুলে ধরে প্রতিটি ভোটারের বাড়িতে বাড়িতে গিয়ে নৌকার জন্য ভোট প্রার্থনা করতে হবে।
তিনি আরও বলেন, এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। নির্বাচনে আওয়ামী লীগ বিজয়ী হলে দেশের সুন্দর ভবিষ্যত বিনির্মাণ হবে। আর ব্যতিক্রম কিছু হলে গোটা দেশ উন্নয়ন থেকে পিছিয়ে পড়বে। এ জন্য সভায় তিনি আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিতে এলাকাবাসীর প্রতি আহবান জানান।
মঙ্গলবার সকালে পাইকগাছা পৌর সদরের উর্মিলা কমপ্লেক্স ভবন মিলনায়তনে বিশেষ বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন।
আগামী ২৪ ডিসেম্বর বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র শেখ হেলাল উদ্দীন এমপির খুলনা-৬ আসনের নির্বাচনী এলাকা পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয় ফুটবল মাঠে নৌকা প্রতীকের নির্বাচনী জনসভা সফল করার লক্ষ্যে বিশেষ বর্ধিত এই সভা আহবান করা হয়।
উপজেলা আ’লীগের আহবায়ক গাজী মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও সদস্য সচিব সাবেক উপজেলা চেয়ারম্যান রশীদুজ্জামানের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক এমপি অ্যাডভোকেট সোহরাব আলী সানা।
বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগ নেতা ডা. শেখ শহীদ উল্লাহ, এমপিপুত্র শেখ মনিরুল ইসলাম, কয়রা উপজেলা আ’লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান জিএম মহসিন রেজা, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, জেলা পরিষদ সদস্য আব্দুল মান্নান গাজী, আ’লীগ নেতা আ. রাজ্জাক মলঙ্গী প্রমুখ।
সুন্দর ভবিষ্যত বিনির্মাণে নৌকায় ভোট দিন: এমপি প্রার্থী বাবু
https://www.facebook.com/dailysuprovatsatkhira/