ফাহাদ হোসেন: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে সাতক্ষীরা-৪ আসনে মনোনয়নপত্র দাখিলকারী নয়জন প্রার্থীর মধ্যে স্বতন্ত্র প্রার্থী খলিলুর রহমানের মনোনয়নপত্র বাতিল হয়েছে। রোববার (২ ডিসেম্বর) সাতক্ষীরা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা এসএম মোস্তফা কামালের কার্যালয়ে প্রার্থীদের উপস্থিতিতে মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়। মনোনয়নপত্রের সাথে এক শতাংশ ভোটারের সমর্থনপত্র সংযুক্ত না থাকায় তার মনোনয়ন পত্র বাতিল করা হয়। বাকী আটজনের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা দেয়া হয়েছে।
8,224,574 total views, 4,566 views today