Site icon suprovatsatkhira.com

সাতক্ষীরা টেনিস ক্লাবের প্রীতি নৈশ ভোজ

সাতক্ষীরা টেনিস ক্লাবের উদ্যোগে প্রীতি নৈশ ভোজ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে সাতক্ষীরা টেনিস ক্লাব চত্বরে অনুষ্ঠিত নৈশ ভোজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন সাতক্ষীরা জেলা প্রশাসক ও টেনিস ক্লাবের সভাপতি এসএম মোস্তফা কামাল। এসময় উপস্থিত ছিলেন, ক্লাবের সহ-সভাপতি ও সাতক্ষীরার পুলিশ সুপার সাজ্জাদুর রহমান, ক্লাবের সহ-সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বদিউজ্জামান, যুগ্ম জেলা জজ ফারুক ইকবাল, স্থানীয় সরকারের উপ-পরিচালক শাহ আব্দুস সাদী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অনিন্দিতা রায়, এনএস আই’র উপ-পরিচালক মোজাম্মেল হক, অতিরিক্ত পুলিশ সুপার ইলতুৎমিশ, র‌্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের উপ-পরিচালক মেজর মাহবুবুর রহমান খান, সহকারি পরিচালক এএসপি আমিনুল কবীর তরফদার, ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল মোকাদ্দেস খান চৌধুরী মিন্টু, সাপ্তাহিক সূর্যের আলো সম্পাদক ও ক্লাবের সহ-সভাপতি আব্দুল ওয়ারেশ খান চৌধুরী পাল্টু, এনডিসি দেওয়ান আকরামুল হক, সহকারি কমিশনার সজল মোল্যা, আসফিয়া সিরাত, আমিনুল ইসলাম, আরিফ আদনান, নাজমুন নাহার।
আরও উপস্থিত ছিলেন, আবুল কালাম বাবলা, সুজা খান চৌধুরী, তৈয়েব হাসান বাবু, আফজালুল করিম বিপু, আমিরুল আজিম মেরু, আজিজ হাসান বাবলু, বিশ^জিত ঘোষ প্রমুখ। অনুষ্ঠানে সাতক্ষীরা জেলা প্রশাসক ও ক্লাবের সভাপতি এসএম মোস্তফা কামাল ক্লাবের সদস্যদের সাথে কুশল বিনিময় করেন। প্রেস বিজ্ঞপ্তি

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version