Site icon suprovatsatkhira.com

সাতক্ষীরায় জাতীয় পার্টির উদ্যোগে সংবিধান সংরক্ষণ দিবস পালিত

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় জাতীয় পার্টির উদ্যোগে সংবিধান সংরক্ষণ দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে শহরের কাটিয়াস্থ জাতীয় পার্টির অস্থায়ী কার্যালয়ে সদর উপজেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি মো. নুরুল ইসলামের সভাপতিত্বে এ উপলক্ষ্যে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশু। এসময় তিনি বলেন, ১৯৯০ সালের ৬ ডিসেম্বর জাতির প্রয়োজনে সাবেক রাষ্ট্রপতি পল্লী বন্ধু হোসাইন মোহাম্মদ এরশাদ স্বেচ্ছায় ক্ষমতা হস্তান্তর করেন। সেদিন তিনি ইচ্ছা করলে জোরপূর্বক ক্ষমতায় দখল করে রাখতে পারতেন। জাতীয় পার্টি গণতন্ত্রে বিসী। গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল। এজন্যই তিনি ক্ষমতা হস্তান্তর করেছিলেন। দলের নেতৃবৃন্দের উদ্দেশ্যে তিনি বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মহাজোট থেকে সাতক্ষীরা-২ আসন থেকে শেখ আজহার হোসেনকে লাঙ্গল প্রতিক দিয়ে মহাজোটের প্রার্থী করলে মহাজোটের বিজয় অনিবার্য।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি ও ভোমরা ইউপি চেয়ারম্যান মো. ইসরাইল গাজী, সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আনোয়ার জাহিদ তপন, পৌর জাতীয় পার্টির অঅহবায়ক ও পৌর কাউন্সিলর সৈয়দ মাহমুদ পাপা, যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন চান্দু, মশিউর রহমান টুকু, জাতীয় যুব সংহতি জেলা শাখার আহবায়ক আশিকুর রহমান বাপ্পি, সদস্য সচিব মো. আবু তাহের, সাবেক সভাপতি শাখাওয়াতুল করিম পিটুল, জাতীয় ছাত্র সমাজের জেলা শাখার সভাপতি কায়ছারুজ্জামান হিমেল, সাধারণ সম্পাদক আকরামুল ইসলাম, জাতীয় যুব সংহতি সদর উপজেলা শাখার সভাপতি বদরুজ্জামান বদু, সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম, পৌর যুব সংহতির সভাপতি নাহিদ সুলতান শাহিন, সাধারণ সম্পাদক সৈয়দ জাকির হোসেন বনি প্রমুখ।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version