Site icon suprovatsatkhira.com

সাতক্ষীরার ৯ নারীকে ‘শ্রেষ্ঠ জয়িতা’ সম্মাননা প্রদান

ডেস্ক রিপোর্ট: সমাজের বিভিন্ন স্তরে সাফল্যের স্বীকৃতি হিসাবে সাতক্ষীরা জেলার নয় নারীকে শ্রেষ্ঠ জয়িতা হিসেবে সম্মাননা দেওয়া হয়েছে। রোববার (৯ ডিসেম্বর) সাতক্ষীরা সদর উপজেলা মিলনায়তনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস ও বেগম রোকেয়া দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে তাদের এই সম্মাননা দেওয়া হয়।
শ্রেষ্ঠ জয়িতা হিসেবে সম্মাননাপ্রাপ্তরা হলেন- অর্থনৈতিক ক্ষেত্রে সাফল্য অর্জনকারী তালার ভায়ড়া গ্রামের মমতাজ বেগম, শিক্ষা বিস্তার ও নারী শিক্ষায় বিশেষ অবদানের জন্য আশাশুনি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুনাহার, সফল জননী কামার বায়সা গ্রামের জাহানারা খাতুন, শ্যামনগরের নকিপুরের প্রতিবন্ধী অষ্টমী মালো, সমাজ উন্নয়নে তালার শিরাশুনির গুলশান আরা খাতুন, পেশাগত সাফল্য অর্জনকারী শহরের কাটিয়ার আম্বিয়া সুলতানা, চাকুরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী সোনারডাঙ্গা গ্রামের মনিরা খাতুন, নির্যাতনের বিভীষিকা মুছে ঘুরে দাঁড়ানো বেনেরপোতার শরিফা খাতুন ও সমাজ উন্নয়নে বিশেষ অবদান রাখায় এই সম্মাননা পেয়েছেন বালিয়াডাঙ্গা গ্রামের শহরবানু।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অনিন্দিতা রায়। জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তারাময়ী মুখার্জীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি সুভাষ চৌধুরী, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, স্বাস্থ্য কর্মকর্তা জগদীশ হাওলাদার প্রমুখ।
বক্তারা বলেন, জয়িতারা সমাজে আলোর পথ দেখিয়েছেন। তাদের অনুসরণ করে নারীদের এগিয়ে যেতে হবে। বেগম রোকেয়া সামাজিক বৈষম্য দূরীকরণে কাজ করে গেছেন।
আমাদের প্রত্যেককে বেগম রোকেয়ার পথ বেয়ে চলতে হবে বলে মন্তব্য করেন তারা।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version