Site icon suprovatsatkhira.com

সাতক্ষীরার ২২ প্রার্থীর ১৭ জনই জামানত হারালেন

ডেস্ক রিপোর্ট: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যথেষ্ট সংখ্যক ভোট না পাওয়ায় সাতক্ষীরার চারটি সংসদীয় আসনের ২২ প্রার্থীর মধ্যে ১৭ জনই জামানত হারিয়েছেন। গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত ভোটযুদ্ধে অংশ নিয়ে পরাজিত হন এসব প্রার্থী।
জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, সাতক্ষীরা-১ আসনে সাতজন প্রার্থীর অনুকূলে ৩ লাখ ৫৪ হাজার ৮১০ ভোট পড়েছে। এর মধ্যে কেবলমাত্র বিজয়ী মহাজোট প্রার্থী মুস্তফা লুৎফুল্লাহর (৩,৩২,০৬৩) জামানত রক্ষা হলেও বাজেয়াপ্ত হয়েছে বিএনপির প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব (১৭,৪৫৫), জাতীয় পার্টির সৈয়দ দীদার বখত (৯৪৭), ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের আছাদুল হক (১৭৪৮), বাম গণতান্ত্রিক জোটের আজিজুর রহমান (১৯২), এনপিপির আব্দুর রশিদ (১০১) এবং আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সিংহ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেওয়া সরদার মুজিবের (৩৭৪) জামানত।
এদিকে, সাতক্ষীরা-২ আসনে মোট ভোট পড়েছে এক লাখ ৮২ হাজার ১৭২টি। এর মধ্যে বিজয়ী মহাজোট প্রার্থী মীর মোস্তাক আহমেদ রবি (১,৫৫,৬১১) এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের আব্দুল খালেকের (২৭,৭১১) জামানত রক্ষা হয়েছে। তবে বাতিল হয়েছে জাতীয় পার্টির মাতলুব হোসেন লিয়ন (১,৫০৮), ইসলামী আন্দোলনের মুফতী রবিউল ইসলাম (১,৩৫৫), বাসদের নিত্যানন্দ সরকার (১,২৩৮) এবং এনপিপির জুলফিকার রহমান (৭৪৯) জামানত।
অন্যদিকে, সাতক্ষীরা-৩ আসনে ভোট পড়েছে ৩ লাখ ৩৩ হাজার ১১৮টি। এর মধ্যে বিজয়ী মহাজোট প্রার্থী ডা. আ ফ ম রুহুল হকের (৩,০৩,৬৪৮) জামানত রক্ষা হলেও বাজেয়াপ্ত হয়ে গেল বিএনপির ডা. শহিদুল আলম (২৪,৬৭১) ও ইসলামী আন্দোলনের ইসহাক আলীর (২,৫৭৯) জামানত।
অপরদিকে, সাতক্ষীরা-৪ আসনে ভোট পড়েছে ২ লাখ ৮৫ হাজার ৯৯২টি। এর মধ্যে কেবলমাত্র বিজয়ী মহাজোট প্রার্থী এসএম জগলুল হায়দারের (২,৩৮,৩৮৭) জামানত রক্ষা হয়েছে। বাজেয়াপ্ত হয়েছে জামায়াতের গাজী নজরুল ইসলাম (৩০,৪৮৬), বিকল্পধারার এইচএম গোলাম রেজা (১১,২০০), ইসলামী আন্দোলনের আব্দুল করিম (৩,৩২৪), জাতীয় পার্টির আব্দুস সাত্তার মোড়ল (৫০৪) এবং বাঘ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতাকারী পিডিপির রবিউল ইসলাম জোয়ারদারের (৯০) জামানত।
সাতক্ষীরা জেলা নির্বাচন অফিসার নাজমুল কবীর জানান, সংসদীয় আসনের কাস্টিং ভোটের আট ভাগের এক ভাগ ভোট পেলে প্রার্থীদের জামানত রক্ষা হয়।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version