Site icon suprovatsatkhira.com

সম্পদ কমেছে মীর মোস্তাক আহমেদ রবির

এস.এম নাহিদ হাসান: সাতক্ষীরা-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির নামে এক কোটি ৭ লাখ ৩৫ হাজার ৮৪৯ টাকার অস্থাবর ও ৬৬ লাখ ৭৫ হাজার টাকার স্থাবর সম্পদ রয়েছে। তার নামে আইএফআইসি ব্যাংক গুলশান শাখায় ঋণ রয়েছে এক কোটি ৫৩ লাখ ১৯ হাজার ৫১৮ টাকা।
৫ বছর আগে দশম জাতীয় সংসদ নির্বাচনের সময় মীর মোস্তাক আহমেদ রবির নামে দুই কোটি ২৩ লক্ষ ৯৪ হাজার ৫৯৯ টাকার অস্থাবর ও ৬৬ লক্ষ ৭৫ হাজার টাকার স্থাবর সম্পদ ছিল। আর ঋণ ছিল ২ কোটি ১৭ লাখ ৬৬ হাজার ৩২৭ টাকা।
এই হিসেবে গত ৫ বছরে তার অস্থাবর সম্পদ কমেছে এক কোটি ১৬ লাখ ৫৮ হাজার ৭৫০ টাকা।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্রের সাথে দাখিলকৃত হলফনামায় তিনি এ তথ্য উল্লেখ করেছেন।
সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য প্রার্থী রবি স্বশিক্ষিত ও ব্যবসায়ী বলে তার হলফনামায় উল্লেখ করেছেন।
হলফনামায় বলা হয়েছে, তার বাৎসরিক আয় ৩০ লক্ষ ৩৪ হাজার ৩১৫ টাকা। তার অস্থাবর সম্পত্তির মধ্যে রয়েছে, নগদ ১১ লাখ ৫০ হাজার, ব্যাংকে জমা এক লক্ষ ৬৪ হাজার ২৭টাকা, ৬ লাখ ৫০ হাজার টাকার ঋণপত্র, ৫২ লাখ ৭৯ হাজার ৮২২ টাকা মূল্যের একটি ল্যান্ড ক্রুজার ও ২৮ লাখ ৫০ হাজার টাকার টয়োটা এলিয়ান গাড়ি, ৬০ ভরি স্বর্ণ, ২ লাখ ১৫ হাজার টাকার ইলেক্ট্রনিক সামগ্রী ও ২ লাখ ২৫ হাজার টাকার আসবাবপত্র রয়েছে।
এছাড়া স্থাবর সম্পদের মধ্যে তার ২ লাখ টাকা মূল্যের অকৃষি জমি, এক লাখ টাকা মূল্যের বাড়ি, ৬৩ লাখ ৭৫ হাজার টাকা মূল্যের দুটি বাড়ি রয়েছে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version