Site icon suprovatsatkhira.com

সদর উপজেলা যুবলীগের বর্ধিত সভা: ঐক্যবদ্ধভাবে নৌকার বিজয় আনতে হবে- এমপি রবি

আরিফুল ইসলাম রোহিত: ‘কষ্ট সবার মনেই রয়েছে। আজ কষ্ট দূরে রেখে ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে। সব ব্যথা-দুঃখ ভুলে নৌকা প্রতীকের পক্ষে কাজ করে বিজয় ছিনিয়ে আনতে হবে। তবেই শেখ হাসিনার উন্নয়নের প্রতি আমরা যে কৃতজ্ঞ তা প্রকাশ পাবে।’
বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) সকাল ১১টায় সদর উপজেলা যুবলীগের আয়োজনে শহরের পুরাতন আইনজীবী ভবনে এক বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এসব কথা বলেন।
এমপি রবি আরও বলেন, ‘নৌকা আমাদের প্রতীক আর শেখ হাসিনা আমাদের নেত্রী। আসন্ন নির্বাচনে নৌকা বিজয়ী হলে শেখ হাসিনা আমাদের উন্নত বাংলাদেশ উপহার দিবেন। তাই আগামী নির্বাচনে সকল ভোটারের কাছে কাছে গিয়ে ভালো ব্যবহার আর ভালোবাসার মধ্য দিয়ে নৌকার পক্ষে ভোট আদায়ের জন্য কাজ করতে হবে।’
প্রধান অতিথির বক্তব্যে মোস্তাক আহমেদ রবি নেতা-কর্মীদের সাবধান করে বলেন, ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে মনে রাখতে হবে প্রত্যেকের নিজের নির্বাচন। এই নির্বাচনে নৌকা গেরে গেলে হারবেন আপনি। আর জিতলে জিতবেন শেখ হাসিনা। সুতরাং সকলে মিলে নৌকাকে বিজয়ের জন্য কাজ করতে হবে।
সদর উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে বর্ধিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ নজরুল ইসলাম, সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আবুল খায়ের সরদার, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস.এম শওকত হোসেন, সাধারণ সম্পাদক শাহাজান আলী, জেলা যুবলীগের আহবায়ক আব্দুল মান্নান, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম প্রমুখ।
এসময় উপস্থিত যুবলীগের নেতাকর্মীরা জানান, আগামী ১০ তারিখের পরে প্রত্যেক ভোটারের কাছে কাছে গিয়ে শেখ হাসিনার সালাম দিয়ে বিগত সময়ের উন্নয়ন চিত্র তুলে ধরার কাজ করবেন তারা।
বর্ধিত সভায় আরও উপস্থিত ছিলেন, সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আব্দুর রশিদ, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক শেখ মনিরুল হোসেন মাসুম, জেলা যুবলীগের সিনিয়র সদস্য মীর মহিতুল আলম মহি, জিয়াউর বিন সেলিম যাদু, সদর উপজেলা যুবলীগের সহ-সভাপতি গোলাম কিবরিয়া বাবু, জাহিদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ইনজামুল হক ইনজা, ধুলিহর ইউনিয়ন সভাপতি আজহারুল ইসলাম, আলিপুর ইউনিয়ন সভাপতি মহিবুল্লাহ সরদার, কুশখালী ইউনিয়ন সভাপতি খায়রুল আলম, শিবপুর ইউনিয়ন সভাপতি আবুল কাশেম, আগরদাঁড়ি ইউনিয়ন সভাপতি শামছুর রহমান, ব্রক্ষ্মরাজপুর ইউনিয়ন সভাপতি আরিফুজ্জামান, বল্লী ইউনিয়ন সভাপতি আজহারুল ইসলাম, ফিংড়ি ইউনিয়ন যুগ্ম আহবায়ক আজমীর হোসেন, বৈকারী ইউনিয়ন সাধারণ সম্পাদক সোহাগ হোসেন, ঘোনা ইউনিয়ন সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, বাঁশদহা ইউনিয়ন সাধারণ সম্পাদক খোরশেদ আলম রিপন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রভাষক মইনুল ইসলাম।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version