Site icon suprovatsatkhira.com

শিক্ষাবান্ধব ইশতেহার চাই: আরিফুল ইসলাম, শিক্ষক নেতা, আশাশুনি

সাইফুল ইসলাম: আশাশুনি উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ইশতেহারে শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ ও শূন্যপদ পূরণের বিষয়টি অন্তর্ভুক্তির দাবি জানিয়েছেন।
তিনি বলেন, ভিশন-২০২১ বাস্তবায়ন করতে হলে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আরো আধুনিকায়ন করা দরকার। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে আইসিটি ও ল্যাঙ্গুয়েজ ক্লাব স্থাপন করতে হবে। ছাত্র-ছাত্রীদের পাঠ্যবই কমিয়ে এনে মানবৃদ্ধি করে সংস্কৃতি চর্চা ও দেশপ্রেমে উদ্বুদ্ধকরণের পদক্ষেপ সম্বলিত ইশতেহার দরকার। প্রত্যেক বিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানে গ্রন্থগারগুলোতে পর্যাপ্ত বই সরবাহ করা এবং ছাত্রীদের পিরিয়ড কালিন সচেতনতা এবং উপকরণ সরবরাহের বিষয়টি নিশ্চিত করতে হবে। শিক্ষকদের উৎসব ভাতা শতভাগে উন্নীতকরণ ও এলাকায় শতভাগ বিদ্যুত নিশ্চিত করতে হবে। মানসম্মত শিক্ষা প্রদানে শূন্যপদ পূরণে উদ্যোগী হতে হবে। এক কথায় শিক্ষাবান্ধব ইশতেহার চাই।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version