ডিসেম্বর ৩, ২০১৮
রসুলপুরে প্রতারক সিন্ডিকেটের কবলে যুবক, প্রতিকার দাবি
ডেস্ক রিপোর্ট: আমার শ্বশুর রসুলপুর আটপুকুর এলাকার আজিবর রহমান একজন ভুয়া কবিরাজ। তিনি, তার ছেলে ওলিউর রহমান ও নাতি মশিউর রহমান মিঠুকে নিয়ে গড়ে তুলেছেন প্রতারক সিন্ডিকেট। এই সিন্ডিকেট নারীদের ব্যবহার করে যুবকদের প্রতারণার ফাঁদে ফেলছে। আমি নিজেও ওই সিন্ডিকেটের প্রতারণার শিকার। সোমবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে রসুলপুরের শাহজাহান গাজী এই অভিযোগ করেন। 8,943,062 total views, 20,850 views today |
|
|
|