Site icon suprovatsatkhira.com

রপ্তানীতে অবদান রাখায় আবারো স্বর্ণপদক পেলো আকিজ জুট মিলস

এমএ জলিল, অভয়নগর (যশোর): দেশের রপ্তানী বাণিজ্যে অসমান্য অবদানের স্বীকৃতি হিসাবে আবারো স্বর্ণ পদক পেয়েছে আকিজ জুট মিলস লিমিটেড। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আকিজ জুট মিলস্ লিঃ কে ২০১৫-২০১৬ অর্থ বছরে জাতীয় রপ্তানী ট্রফি (স্বর্ণ) প্রদান করেন।
আকিজ গ্রুপের চেয়ারম্যান শেখ নাসির উদ্দিন (সিআইপি) গত রবিবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের বল রুমে এক অনাড়ম্বর অনুষ্ঠানে এই ট্রফি গ্রহণ করেন। আকিজ জুট মিলস্ লিঃ এর এই ট্রফি অর্জন ১৪ তম বারের মত যা প্রতিষ্ঠানটি ২০০২-২০০৩ অর্থবছর থেকে ধারাবাহিকভাবে অর্জন করে আসছে। এ ছাড়া আকিজ গ্রুপ দেশের অন্যতম বৃহৎ উৎপাদন ও রপ্তানীমুখি শিল্প পরিবার। অর্ধ শতাব্দীরও বেশি সময় ধরে শিল্প গ্রুপটি সিমেন্ট, সিরামিকস, পার্টিকেল বোর্ড, খাদ্য পণ্য, ওভেন ফেব্রিকসসহ বিভিন্ন ধরনের গুণগত মানে উত্তীর্ণ পণ্য উৎপাদন করে আসছে, যা অর্জন করেছে মানুষের আস্থা ও ভালবাসা। বর্তমানে এই গ্রুপটির অন্যতম অঙ্গ প্রতিষ্ঠান বিশ্বের বৃহত্তম একক ও শতভাগ রপ্তানীমুখি কোম্পানি আকিজ জুট মিলস্ লিঃ। প্রতিষ্ঠানটির সর্বোচ্চ কাঁচাপাট ব্যবহারকারী, সর্বোচ্চ পাটজাত পণ্য উৎপাদনকারী, সর্বোচ্চ বিনিয়োগকারী, সর্বোচ্চ বৈদেশিক মুদ্রা অর্জনকারী, সর্বোচ্চ কর্মসংস্থান সৃষ্টিকারী এবং এ খাতে সর্বোচ্চ বৈদেশিক বাজার বিস্তৃতকারী প্রতিষ্ঠান। এছাড়া স্বল্প সময়ের ব্যবধানে পাট শিল্পে বিশ্বে একক সর্ব বৃহৎ পাট সূতা উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version