Site icon suprovatsatkhira.com

যুদ্ধাপরাধীদের বাংলায় কোন স্থান নেই: নারায়ণ চন্দ্র চন্দ

আশরাফুল ইসলাম, ডুমুরিয়া (খুলনা): খুলনা- ৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনে মহাজোট প্রার্থী, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি বলেছেন, মানুষের ধোকা দিয়ে বোকা বানানোর দিন শেষ হয়েছে। ছলচাতুরি ও বাহানা করে উন্নয়নের ধারাকে রোধ করা যাবে না। বাংলার মানুষ জেগে উঠেছে নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় বসানোর জন্য। অবহেলিত মানুষের স্বপ্নগুলোকে পূরণ করে ডিজিটাল বাংলাদেশে রুপান্তরিত করবেন তিনি। বিজয়ের এই মাসেই যুদ্ধাপোরাধীদের বাংলার মাটি থেকে বিতাড়িত করতে হবে। তাদের বাংলায় কোন স্থান নেই। এলাকাবাসীকে আগামী ৩০ ডিসেম্বর তারিখে নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহব্বান জানান তিনি। বৃহস্পতিবার বিকালে ডুমুরিয়ার বরুণা বাজারে ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাস্টার শাহিদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা পরিষদের সদস্য ও আওয়ামী লীগ নেতা সরদার আবু সালেহ, মহিলা আওয়ামী লীগ নেত্রী শোভা রাণী হালদার, বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক ডা: দীন মোহাম্মাদ খোকা, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ: সালাম, ভবদহ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রোটারী আ: মতলেব সরদার, মঞ্জুর-রশীদ-রনো, রঘুনাথপুর ইউপি চেয়ারম্যান খান শাকুর, ধামালিয়া ইউপি চেয়ারম্যান রেজোয়ান মোল্যা, রুদাঘরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গাজী তৌহিদুজ্জামান, রংপুর ইউপি চেয়ারম্যান রাম প্রসাদ জর্দ্দার, মেহেদী হাসান মাসুদ, খান তোহিদুজ্জামান রাতুল, হাসনাহেনা বেগম, তাপস কুমার, মরহুম গাজী হাদীর পুত্র গাজী ইজাজ আহম্মেদ, জি.এম মামুন নুর আলম প্রমুখ।
পথসভায় ইউনিয়নের ৯টি ওয়ার্ড থেকে খন্ড খন্ড মিছিল নৌকা প্রতীক বাদ্যযন্ত্রসহকারে সভাস্থলে যোগদান করে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version