মণিরামপুর (যশোর) প্রতিনিধি: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৫ (মণিরামপুর) সংসদীয় আসনে মনোনয়নপত্র বাছাই প্রক্রিয়ায় পাঁচ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। বেধ ঘোষণা করা হয়েছে পাঁচ প্রার্থীকে।
সূত্র জানায়, এ আসন থেকে ১০ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। রোববার (২ ডিসেম্বর) মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে পাঁচ প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল করেছেন জেলা রিটার্নিং অফিসার। বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী রির্টানিং অফিসার ও মণিরামপুর উপজেলা নির্বাহী অফিসার আহসান উল্লাহ শরিফী।
যে সব প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে তারা হলেন, আওয়ামী লীগের (স্বতন্ত্র) কামরুল হাসান বারী, বিএনপির (স্বতন্ত্র) মোহাম্মদ মুছা, ইসলামী আন্দোলন বাংলাদেশের ইবাদুল ইসলাম খালাশী, জাগপার নিজাম উদ্দিন অমিত ও জাকের পার্টির রবিউল ইসলাম। আর যে সব প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে তারা হলেন আওয়ামী লীগের স্বপন ভট্টাচার্য, বিএনপির অ্যাডভোকেট শহীদ মো. ইকবাল হোসেন, জমিয়তে উলামা ইসলামের মুফতি মুহাম্মদ ওয়াক্কাস, জাতীয় পার্টির এম,এ হালিম ও স্বতন্ত্র (জামায়াতের) অ্যাডভোকেট গাজী এনামুল হক।
যশোর-৫ আসনে ৫ প্রার্থীর মনোনয়ন বাতিল
https://www.facebook.com/dailysuprovatsatkhira/