যশোর অফিস: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর জেলায় ৬টি সংসদীয় আসনে ৭শ’ ৯৯টি কেন্দ্রে সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনায় ভোটগ্রহণ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন ১৩ হাজার ১শ’ ৫৬ জন।
এর মধ্যে প্রিজাইডিং অফিসার হিসাবে ৭শ’ ৯৯, সহকারি প্রিজাইডিং অফিসার হিসেবে ৪ হাজার ১শ’ ১৯ ও পোলিং অফিসার হিসেবে ৮ হাজার ২শ’ ৩৮ জন রয়েছেন। নির্বাচন পরিচালনায় ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ শেষে জেলা নির্বাচন অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।
এবার যশোরের ৬ সংসদীয় আসনে নির্বাচনে ২০ লাখ ৯২ হাজার ৪শ’ ৫৬ জন ভোটারের জন্য ৭শ’ ৯৯টি ভোট কেন্দ্রের ৪ হাজার ১শ’ ১৯টি ভোট কক্ষের ব্যবস্থা করা হয়েছে বলে যশোর জেলা নির্বাচন অফিস সূত্র জানিয়েছে। মোট ভোটারের মধ্যে ১০ লাখ ৪৯ হাজার ১শ’ ৪৪ জন পুরুষ ও ১০ লাখ ৪৩ হাজার ৩শ’ ১২ জন মহিলা।
প্রশিক্ষণের শেষ দিন যশোর জিলা স্কুল অডিটোরিয়ামে বুধবার সদর উপজেলার ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ দেয়া হয়। এদিন বিকেলে পোলিং এজেন্টদের মাস্টার ট্রেইনার হিসেবে প্রার্থী প্রতি ৫ জন হিসেবে ১শ’ ৮৫ জনকে প্রশিক্ষণ দেয়া হয়। ১৪ ডিসেম্বর থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত এ প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হয়। ভোট গ্রহণ কার্যক্রম পরিচালনার জন্য প্রতিটা কেন্দ্রে শতকরা ৫ ভাগ বেশি ধরে মোট ১৩ হাজার ৮শ’ ১১ জন কর্মকর্তাকে প্রশিক্ষণ দেয়া হয়। প্রশিক্ষণ পাওয়া ৬শ’ ৫৫ জন কর্মকর্তাকে স্ট্যান্ড বাই হিসেবে রাখা হয়েছে।
জেলা নির্বাচন অফিস সূত্রে আরো জানা গেছে, যশোর-১ শার্শা উপজেলায় ১শ’২ জন প্রিজাইডিং অফিসার, ৫শ’ ২৮ জন সহকারি প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসার হিসেবে ১ হাজার ৫৬ জন দায়িত্ব পালন করবেন।
যশোর-২ আসনে ঝিকরগাছা উপজেলায় ৯৪ জন প্রিজাইডিং অফিসার, ৪শ’ ৪১ জন সহকারি প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসার হিসেবে ৮শ’ ৮২ জন এবং চৌগাছা উপজেলায় ৮১ জন প্রিজাইডিং অফিসার, ৩শ’ ৪৭ জন সহকারি প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসার হিসেবে ৬শ’ ৯৪ জন দায়িত্ব পালন করবেন।
যশোর-৩ সদর আসনে ১শ’ ৭২ জন প্রিজাইডিং অফিসার, ১ হাজার ৮ জন সহকারি প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসার হিসেবে ২ হাজার ১৬ জন দায়িত্ব পালন করবেন।
যশোর-৪ আসনে বাঘারপাড়া উপজেলায় ৬৩ জন প্রিজাইডিং অফিসার, ৩শ’ ৩৫ জন সহকারি প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসার হিসেবে ৬শ’ ৭০ জন, অভয়নগর উপজেলায় ৭৩ জন প্রিজাইডিং অফিসার, ৩শ’ ৯০ জন সহকারি প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসার হিসেবে ৭শ’ ৮০ জন এবং বসুন্দিয়া ইউনিয়নে ৯ জন প্রিজাইডিং অফিসার, ৫৫ জন সহকারি প্রিজাইডিং অফিসার ও ১শ’ ১০ জন পোলিং অফিসার দায়িত্ব পালন করবেন।
যশোর-৫ মণিরামপুর আসনে ১শ’ ২৬ জন প্রিজাইডিং অফিসার, ৬শ’ ৪৯ জন সহকারি প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসার হিসেবে ১ হাজার ২শ’ ৯৮ জন দায়িত্ব পালন করবেন।
যশোর-৬ (কেশবপুর) সংসদীয় আসনে ৭৯ জন প্রিজাইডিং অফিসার, ৩শ’ ৭৪ জন সহকারি প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসার হিসেবে ৭শ’ ৪৮ জন দায়িত্ব পালন করবেন।
যশোরে ৭শ’ ৯৯ কেন্দ্রে ভোটগ্রহণে নিয়োজিত থাকবেন ১৩ হাজার ১৫৬ জন কর্মকর্তা
https://www.facebook.com/dailysuprovatsatkhira/