Site icon suprovatsatkhira.com

যশোরে পদধারী আড়াইশ নেতাকে গ্রেফতার করা হয়েছে: অমিত

যশোর অফিস: আমি এখন একা, নিঃসঙ্গ। প্রচারণা শুরুর পর থেকে এ পর্যন্ত আমার নির্বাচনী এলাকার জেলা ও ওয়ার্ড পর্যায়ের প্রায় আড়াইশ পদধারী নেতাকে আটক করে আমাকে এক রকম নেতাশূন্য করে দেওয়া হয়েছে।’
বুধবার বিকেলে প্রেস ব্রিফিংয়ে ক্ষোভের সঙ্গে এই অভিমত প্রকাশ করেন যশোর-৩ (সদর) আসনে ধানের শীষের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত।
তিনি সাংবাদিকদের বলেন, ‘এর আগের প্রেস কনফারেন্সে আমি বলেছিলাম, আজ আমার সাথে যে সকল রাজনীতিককে দেখছেন, আগামীতে এদের অনেককে আমার পাশে রাখা হবে না, বাস্তবে তাই হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন আমার ডানে-বাঁয়ে কোনো নেতা নেই। আমি শুধু আমার স্ত্রীকে সঙ্গে নিয়ে এখানে উপস্থিত হয়েছি। ২৪ ঘণ্টার ব্যবধানে জেলা বিএনপির পাঁচ শীর্ষ নেতাকে গ্রেফতার করা হয়েছে, যারা আমার নির্বাচন পরিচালনায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছিলেন।’
তিনি বলেন, ‘আগামীতে আমি গ্রেফতার হলে আমার মা নার্গিস বেগম এবং স্ত্রী সোহানা পারভীন নির্বাচনের কাজ পরিচালনা করবেন।’
অমিত সেনাবাহিনীর উদ্দেশে বলেন, ‘এ দেশের জনগণ আপনাদের ভালোবাসে, শ্রদ্ধা করে। আপনাদের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি, জনগণের পাশে থেকে একটি সুষ্ঠু ভোটের পরিবেশ তৈরি করুন।’
বুধবার দুপুরে যশোর জেলা বিএনপির সেক্রেটারি ও ঐক্যফ্রন্ট প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট সাবেরুল হক সাবু ও যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান খানকে পুলিশ গ্রেফতার করলে তখনই অমিত গণমাধ্যমের সামনে আসার সিদ্ধান্ত নেন।
বিকেল তিনটার কিছু সময় পর প্রেসক্লাব কনফারেন্স রুমে তিনি মুখোমুখি হন সাংবাদিকদের। এ সময় তার সঙ্গে স্ত্রী সোহানা পারভীন ছিলেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version