Site icon suprovatsatkhira.com

যশোরে ধানের শীষের প্রচার মাইক ভাঙচুর

যশোর অফিস: যশোর শহরে আবার ধানের শীষ প্রতীকের প্রচার মাইক ভাঙচুর হয়েছে। বুধবার দুপুরে শহরের কেন্দ্রস্থলে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর দুইটার কিছু সময় পর জেনারেল হাসপাতালের সামনে বিএনপি প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের পক্ষে প্রচারে নামা একটি মাইক ভেঙে গুড়িয়ে দেয় সন্ত্রাসীরা। এরা আশপাশের এলাকার সন্ত্রাসী বলে তারা জানান। ঘটনাস্থল ঘোপ সেন্ট্রাল রোডের মাথায় তখন ট্রাফিক পুলিশ দায়িত্বরত ছিল।
জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন খোকন বলেন, ‘বিধি অনুযায়ী বেলা দুইটায় ধানের শীষের পক্ষে প্রচার মাইক নামে। কিছু সময়ের মধ্যে নেতাজী সুভাষচন্দ্র সড়কে (গাড়িখানা) নৌকার টেন্টে থাকা সন্ত্রাসীরা ছুটে এসে দুইটা গাড়িতে থাকা মাইক ভেঙে দেয়।’
বিল্লাল নামে এক যুবক, যিনি পাশের একটি বস্তিতে থাকেন, এই ঘটনায় নেতৃত্ব দেন বলে অভিযোগ খোকনের।
প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, প্রতিদিনই এই ধরনের ঘটনা ঘটাচ্ছে নৌকা সমর্থক সন্ত্রাসীরা। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েও কোনো ফল মিলছে না।
এদিকে, বিকেল তিনটার দিকে শহরের শহীদ মসিয়ুর রহমান সড়কে এম এম কলেজের পুরনো ছাত্রাবাসের সামনে বিএনপি প্রার্থীর প্রচারগাড়ি আক্রান্ত হয়েছে বলে অভিযোগ করেন দেলোয়ার হোসেন খোকন। তার দাবি, সরকারি দল আশ্রিত সন্ত্রাসীরা প্রচার গাড়িটি আটকে কর্মীদের মারধরের চেষ্টা করে। মাইক ভেঙে দেয়। পরে খবর দেওয়া হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট নূরুল ইসলাম গিয়ে গাড়িটি উদ্ধার করেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version