Site icon suprovatsatkhira.com

যশোরে চাঁদা না দেয়ায় মেয়েকে অপহরণের হুমকি

যশোর অফিস: যশোরে তিন লাখ টাকা চাঁদা না দিলে এক ব্যক্তির কলেজ পড়–য়া মেয়েকে অপহরণের হুমকি দেওয়ার অভিযোগে আদালতে মামলা হয়েছে। গত ৩ ডিসেম্বর যশোরের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আকরাম হোসেন এ বিষয়ে কোতোয়ালী থানাকে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। মামলাটি করেছেন মণিরামপুর উপজেলার জুড়ানপুর গ্রামের মৃত হাবিবুল্লাহ মোড়লের ছেলে আব্দুল আলেক। অভিযুক্তরা হচ্ছেন, মণিরামপুর উপজেলার মকমতলা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে নুরুজ্জামান, ছলিমের ছেলে রবিন হোসেন ও একই এলাকার আতিয়ার রহমান।
মামলায় বাদী উল্লেখ করেন, অভিযুক্তরা গত ৯ আগস্ট বাদীর স্ত্রীর মোবাইল ফোনে কল করে তিন লাখ টাকা চাঁদা দাবি করে। অন্যথায় তার কলেজ পড়–য়া মেয়েকে অপহরণের হুমকি দেয় তারা। পরে ২৫ আগস্ট বাদী বিষয়টি নিয়ে মণিরামপুর থানায় একটি জিডি করেন। এরপর ২৫ নভেম্বর বাড়ি ফেরার পথে যশোর সদরের পুলেরহাট বাজারে বাদীকে একা পেয়ে তাকে মারপিট করে ৩৯ হাজার টাকা ছিনিয়ে নেয় অভিযুক্তরা। পরে বাধ্য হয়ে বাদী আদালতে মামলা করেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version