ডিসেম্বর ৯, ২০১৮
যশোরের ৬টি আসনে নির্বাচনের মাঠে ৪০ জন
যশোর অফিস: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোরের ৬টি আসনে ৫৩ জন বৈধ প্রার্থীর মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন ১৩ জন। চূড়ান্ত প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন ৪০ জন প্রার্থী। তবে ৩টি আসনে একাধিক প্রার্থী রয়েছে বিএনপির। এই সব আসনে দলীয় চূড়ান্ত মনোনয়নপ্রাপ্ত প্রার্থীই দলীয় প্রতীক পাবেন। বাকীদের প্রার্থীতা বাতিল হয়ে যাবে। এ বিষয়ে জানতে চাইলে যশোরের রির্টার্নিং অফিসার আবদুল আওয়াল জানান, দলীয় মনোনয়ন নিয়ে একাধিক প্রার্থী মনোনয়নপত্র জমা দিতে পারে। তারা অনেকে বৈধও হয়েছেন। নিয়মানুযায়ী প্রত্যেক দলের একজন প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। দলের বাকী প্রার্থীরা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। 8,987,250 total views, 4,423 views today |
|
|
|