Site icon suprovatsatkhira.com

যবিপ্রবি শিক্ষক সমিতির নির্বাচনে নীল দলের নিরঙ্কুশ জয়

যশোর অফিস: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নির্বাচনে পূর্ণ প্যানেলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেয়েছে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের সপক্ষের সমর্থিত নীলদল। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন অণুজীব বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. ইকবাল কবীর জাহিদ ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাজমুল হাসান। মঙ্গলবার প্রধান নির্বাচন কমিশনার ও স্বাস্থ্য বিজ্ঞান অনুষদের ডিন ড. জাফিরুল ইসলাম কোনো পদেই নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংখ্যক প্রার্থী না থাকায় নীল দলের দেয়া পূর্ণ প্যানেলকে ২০১৯ সালের কার্যনির্বাহী পরিষদ হিসেবে বিজয়ী ঘোষণা করেন।
ড. ইকবাল কবীর জাহিদ বর্তমানে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম রিজেন্ট বোর্ডের সদস্য, শহীদ মসিয়ূর রহমান হলের প্রভোস্ট এবং অণুজীব বিজ্ঞান বিভাগের চেয়ারম্যানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। আর সাধারণ সম্পাদক ড. নাজমুল হাসান ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। তিনি দ্বিতীয় বারের মতো শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version