Site icon suprovatsatkhira.com

মৌলিক অধিকার বাস্তবায়ন করতে হবে: এসএম নাসির উদ্দীন, সুশীল সমাজের প্রতিনিধি, দেবহাটা

এমএ মামুন: দেবহাটায় হাসপাতাল-কমিউনিটি ক্লিনিক থাকলেও চাহিদামত ডাক্তার ও ঔষধ নেই। দু’একজন ডাক্তার থাকলেও সেখানে চিকিৎসার মান নিম্নগামী। স্বাস্থ্যসেবার মান বৃদ্ধি ও চিকিৎসা বাণিজ্য বন্ধে স্থানীয় এমপি প্রার্থীদের কাছে সুস্পষ্ট অঙ্গীকার চাই। দেবহাটার সুশীল সমাজের প্রতিনিধি এসএম নাসির উদ্দীন নির্বাচনী ইশতেহারে স্বাস্থ্য সেবার মান বৃদ্ধির এই বিষয়টির অঙ্গীকারসহ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের দাবি জানিয়ে বলেন, যোগাযোগ ব্যবস্থা ভাল না হওয়ায় সাতক্ষীরা অনেক পিছিয়ে আছে। তাই এলাকার সকল রাস্থাঘাটসহ যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটাতে হবে। চাকুরীর বয়সসীমা বৃদ্ধি এবং ন্যাশনাল সার্ভিসের মত আরো অনেক কর্মসূচি গ্রহণ করে স্থায়ীভাবে নিয়োগের ব্যবস্থা করতে হবে। উপকূলীয় অঞ্চলের প্রধান সমস্যা বেড়িবাঁধ ভাঙন- তাই বেড়িবাধ রক্ষা ও দুর্যোগ মোকাবেলায় স্থানীয়ভাবে পরিকল্পনা গ্রহণ করতে হবে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version