মুন্সিগঞ্জ (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগরের মুন্সীগঞ্জে ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৯ ডিসেম্বর) বিকাল ৪টায় ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে হরিনগর বাজারে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি এবাদুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অসিম কুমার মৃধা। আরও উপস্থিত ছিলেন ইউপি সদস্য শেখ মোস্তফা কামাল, মো. আব্দুল ওহাব, মো. জলিল কাগুজী, উৎপল জোয়াদ্দার, সমাজসেবক আব্দুর রাজ্জাক, ইউনিয়ন তাঁতী লীগের সভাপতি মো. আমির আলী, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী মিজানুর রহমান প্রমুখ।
সভায় বক্তারা বলেন, নেত্রী যাকেই মনোনয়ন দিয়েছে- ঐক্যবদ্ধভাবে তাকেই বিজয়ী করতে হবে।
সভা পরিচালনা করেন মুন্সীগঞ্জ প্রেসক্লাবের উপদেষ্টা মো. সিরাজুল ইসলাম।