ডিসেম্বর ৪, ২০১৮
মুক্তমত: আমিও হলফ করিয়া বলিতেছি যে-সুভাষ চৌধুরী
শিশু বয়সে শিক্ষকরা আমাদের শিখিয়েছেন, ‘সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেনো ভালো হয়ে চলি’। শিক্ষকরা আরও শিখিয়েছেন, ‘সদা সত্য কথা বলিবে, কখনও মিথ্যা কথা বলিবে না’। দেশের আদালত আমাদের শিখিয়েছে, কাঠগড়ায় দাঁড়িয়ে বলুন, ‘যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না’। আর দেশের সংসদীয় নির্বাচন আমাদের শিখিয়েছে ‘হলফনামা’। এই হলফনামায় সত্য কথা লিখবার বিধান দিয়েছে নির্বাচন কমিশন। 8,953,331 total views, 9,081 views today |
|
|
|