ডিসেম্বর ১৮, ২০১৮
মাগুরখালীতে নারায়ণ চন্দ্র চন্দের গণসংযোগ ও পথসভা
![]() আশরাফুল ইসলাম, ডুমুরিয়া (খুলনা): খুলনা-৫ আসনের মহজোট প্রার্থী মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি বলেছেন, যারা নাশকতা সৃষ্টি ও মানুষ পুড়িয়ে হত্যা করে তাদেরকে সমাজ থেকে বিতাড়িত করতে হবে। যুদ্ধ অপরাধীরা দেশ ও জাতির শত্রু। তারা দেশের মানুষের কখনো মঙ্গল কামনা করেনি। তাদেরকে মানুষের অধিকার নিয়ে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না। জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন ধারাকে অব্যাহত রাখতে নৌকাকে বিজয়ী করতে হবে। দিনব্যাপী ডুমুরিয়া উপজেলার মাগুরখালী ইউনিয়নের গজালিয়া স্কুল মাঠ, আমড়বুনিয়া, কৈপুকুরিয়া স্কুল মাঠ, কাঞ্চননগর মন্দির এলাকায় গণসংযোগ ও পথসভায় প্রধান অথিতির বক্তৃতায় এসব কথা বলেন। 9,103,272 total views, 7,411 views today |
|
|
|