মণিরামপুর (যশোর) প্রতিনিধি: নির্বাচন কমিশনার বেগম কবিতা খানম বলেছেন, সব ভয়-ভীতির ঊর্ধে¦ থেকে আপনাদের উপর অর্পিত দায়িত্ব পালন করতে হবে। ভোট গ্রহণ প্রক্রিয়া যাতে কোন প্রকার প্রশ্নবিদ্ধ না হয় সে ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। সুষ্ঠু ও অবাধ নির্বাচনের স্বার্থে সম্পূর্ণ নিরপেক্ষ থেকে পক্ষপাতহীন সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। ভোট গ্রহণ প্রক্রিয়ার নীতিমালা সম্পর্কে আপনাদের স্বচ্ছ ধারণা থাকতে হবে। এক্ষেত্রে দায়িত্ব পালনের ক্ষেত্রে আপনার জন্য অনুসরণীয় স্বচ্ছ ধারণা নিয়ে ভোট কেন্দ্রে যেতে হবে। আপনাদের সার্বিক নিরাপত্তার জন্য নির্বাচন কমিশন ব্যবস্থা গ্রহণ করেছেন।
শনিবার (২১ ডিসেম্বর) দুপুর ২টার দিকে মণিরামপুর উপজেলা অডিটোরিময়ামে যশোর-৫ (মণিরামপুর) আসনের নিয়োগকৃত প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। যশোর জেলা সিনিয়র নির্বাচন অফিসার হুমায়ুন কবিরের সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় তিনি আরও বলেন, ৩০ ডিসেম্বর নির্বাচনের আগের দিন রাতে ভোট কেন্দ্রে আপনার টিম নিয়ে সতর্কতার সাথে অবস্থান করতে হবে। একটি ভুলের কারণে প্রশংসার স্থলে নিন্দা নিতে চায় না। রাগ-অনুরাগের ঊর্ধ্বে থেকে আপনাকে ভোট গ্রহণের দায়িত্ব পালন করতে হবে। কারণ এ নির্বাচনের দিকে গোটা বিশ্ব তাকিয়ে আছে। ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, নির্বাচনের দিন সকালেই মা-বোন ভোটাররাই আগে ভোট কেন্দ্রে পৌঁছাবেন। চেষ্টা করবেন তারা যেন যথাযথভাবে নির্বিঘেœ ভোট দিতে পারেন। গণমাধ্যম কর্মী, দেশি-বিদেশি পর্যবেক্ষকদের জন্য নির্বাচনের নীতিমালা অনুসরণ করতে হবে।
মণিরামপুর উপজেরা নির্বাহী অফিসার ও সহকারি রিটার্নিং অফিসার আহসান উল্লাহ শরিফী এ মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন। এ প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া, যশোরের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার আব্দুল আওয়াল, আঞ্চলিক নির্বাচন অফিসার মুজিবর রহমান, পুলিশ সুপার মঈনুল হক।
উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সাইয়েমা হাসান, উপজেলা নির্বাচন অফিসার সহিদুর রহমান প্রমূখ।
মণিরামপুরে নির্বাচন কমিশনার কবিতা খানম: ভয়-ভীতির ঊর্ধ্বে থেকে দায়িত্ব পালনের আহবান
https://www.facebook.com/dailysuprovatsatkhira/