মণিরামপুর (যশোর) প্রতিনিধি: মণিরামপুরের শ্যামকুড় ইউনয়নে আটটি দোকান ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৫ ডিসেম্বর) রাত নয়টার দিকে শ্যামকুড় ইউনিয়নের লাউড়ি গ্রামের বিভিন্ন মোড়ে মুখোশধারী দুর্বৃত্তরা এই হামলা-লুটপাটের ঘটনা ঘটায়। হামলাকারীরা হকিস্টিক দিয়ে পিটেয়ে দোকানের জিনিসপত্রসহ টেলিভিশন ও কম্পিউটার তছনছ করে। এসময় হামলার শিকার হয়েছেন চারজন। আহতদের মধ্যে জসিম নামে এক চা দোকানিকে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক বিরাজ করছে। বুধবার সকালে বিজিবির সদস্যরা এলাকায় টহল দিয়েছেন। ক্ষতিগ্রস্ত দোকানিরা হলেন লাউড়ি মোড়ের মুদি দোকানদার হাফেজ হাবিবুর রহমান, একই গ্রামের তেঁতুলতলা মোড়ের চা দোকানদার মফিদুল ইসলাম মাজু, কদমতলা মোড়ের সারের দোকানদার ফজলু মেম্বর, আসাদুল করিম, ভাবির মোড়ের কম্পিউটার দোকানদার ফিরোজ, চা দোকানদার কামরুল, নাজমুল এবং জসিম। তবে, হামলার প্রকৃত কারণ জানাতে পারেননি দোকান মালিকরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত নয়টার দিকে ৭-৮টা মোটরসাইকেলে চড়ে ১৫-২০ দুর্বৃত্ত মুখবাঁধা অবস্থায় হকিস্টিক নিয়ে এসে দোকানগুলোতে হামলা চালায়। তারা দোকানগুলোতে লুটপাটও চালায়। হামলায় চা দোকানি জসিমসহ বসে থাকা বিল্লাল, শফিকুল, সাখাওয়াত মারপিটের শিকার হন। এসময় দোকানগুলোতে থাকা লোকজন ভয়ে পালিয়ে যান।
মণিরামপুরে দোকান ভাঙচুর লুটপাট
https://www.facebook.com/dailysuprovatsatkhira/