মণিরামপুর (যশোর) প্রতিনিধি: মণিরামপুরের হেলাঞ্চি বাজারের একটি সার ও কীটনাশকের দোকানে চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (১৪ ডিসেম্বর) দিনগত রাতে এ ঘটনা ঘটে। পাঁচজন নৈশ পাহারাদারের চোখ ফাঁকি দিয়ে চোরেরা ওই বাজারের শাহাবুদ্দিন বাপ্পীর দোকানের টিনের চাল কেটে ভিতরে ঢুকে নগদ ৫০ হাজার টাকা ও সারসহ লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে পালিয়ে যায়। শনিবার (১৫ ডিসেম্বর) সকালে বিষয়টি জানাজানি হওয়ার পর খেদাপাড়া ফাঁড়ি পুলিশ ও বাজার কমিটি ঘটনাস্থল পরিদর্শন করেছে।
বাজার কমিটির সভাপতি আ. আলিম ও সাধারণ সম্পাদক জাহিদ চুরির ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিষয় উদঘাটনের জন্য পুলিশের কাছে একদিন সময় নেন। জানা যায়, ওই রাতে বাজারের নৈশ পাহারাদারের দায়িত্বে ছিলো বিল্লাল, আরশাদ, সুমন, মাসুদ ও তুহিন নামে পাঁচ দোকানদার। পুলিশ তাদেরকে নজরদারিদের রেখেছে।
ক্ষতিগ্রস্ত দোকানদার বাপ্পী জানান, নৈশ পাহারাদারদের অবহেলার কারণে তার দোকানে চুরি হয়েছে। এর আগে তার দোকানের সামনে মিন্টুর দোকানে চুরি হলেও বাজার কমিটি বিষয়টি আমল দেন বলে তিনি ক্ষোভ প্রকাশ করেন।
মণিরামপুরে চুরি
https://www.facebook.com/dailysuprovatsatkhira/