Site icon suprovatsatkhira.com

মণিরামপুরের রাজগঞ্জে নৌকার পক্ষে নির্বাচনী সভা

মণিরামপুর (যশোর) প্রতিনিধি: আগামী ৩০ ডিসেম্বরের নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় না আসলে দেশের অগ্রযাত্রা থমকে যাবে। মাথা চাড়া দিয়ে উঠবে সাম্প্রদায়িক শক্তি। জঙ্গিবাদের উত্থান ঘটবে। তাই দেশের অগ্রগতি, সমৃদ্ধি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আসন্ন নির্বাচনে নৌকায় ভোট দিন।
রোবাবর (২৪ ডিসেম্বর) বিকেলে মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারে যশোর-৫ (মণিরামপুর) আসনের নৌকার নির্বাচনী সভায় বক্তারা এসব কথা বলেন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র কাজী মাহমুদুল হাসানের সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম বলেন, আগামী ৩০ ডিসেম্বরের নির্বাচনে এদেশে মুক্তিযুদ্ধের চেতনা অক্ষুণœ থাকবে, নাকি আবারো পাকিস্তানি দোসরদের হাতে চলে যাবে সেই সিদ্ধান্ত নেয়ার দিন।
প্রধান বক্তা হিসেবে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান শাহীন চাকলদার বলেন, পদ্মাসেতু, মেট্রোরেলসহ মেগা প্রকল্পের কাজসহ দেশের চলমান উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে আবারো নৌকায় ভোট দিন। বিএনপি-জামায়াতসহ স্বাধীনতা বিরোধীদের পুনর্বাসিত করতে যারা ঐক্যফ্রন্টের খোলসে আগলে রেখেছেন এদের সম্পর্কে সজাগ থাকতে হবে। এদের ষড়যন্ত্র প্রতিহত করতে সকল মুজিব সৈনিককে ঐক্যবদ্ধ থাকতে হবে। আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসলে এদেশ মালয়েশিয়াকে ছাড়িয়ে যাবে। দেশ উন্নত বিশ্বের কাতারে সামিল হবে।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন ও তরুণ আওয়ামী লীগ নেতা সন্দীপ ঘোষের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন যশোর-৫, মণিরামপুর আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এমপি স্বপন ভট্টাচার্য্য, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আব্দুল মজিদ, মণিরামপুর উপজেলা চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু, জেলা আওয়ামী লীগের সদস্য আরবপুর ইউপি চেয়ারম্যান শাহারুল ইসলাম, জেলা ছাত্রলীগের সভাপতি রওশন ইকবাল শাহী, আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা কওছার আহম্মেদ, খোরশেদ আলম, ইউপি চেয়ারম্যান শাসছুল হক মন্টু, অ্যাডভোকেট বশির আহম্মেদ খান, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা খানম, কাজী তাজাম্মুল হুসাইন টিটো, কৃষকলীগ নেতা আবুল ইসলাম, উপজেলা যুবলীগের আহবায়ক উত্তম চক্রবর্তী বাচ্চু, যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান মিল্টন, উপজেলা ছাত্রলীগের আহবায়ক মুরাদুজ্জামান মুরাদ, যুগ্ম আহবায়ক ফজলুর রহমান প্রমুখ।
এছাড়া সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা একেএম খয়রাত হোসেন, জেলা বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রেজাউল ইসলাম, উপ-প্রচার সম্পাদক জিয়াউল হাসান হ্যাপী, আবু সেলিম রানা, অহিদুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি নিয়ামত উল্ল্যাহ, ইউপি চেয়ারম্যান আবু আনছার আলী সরদার, মাস্টার জহুরুল হক, মনিরুজ্জামান মনি, আবুল হোসেন, সরদার আব্দুল হামিদ, গাজী মাযাহারুল আনোয়ার, স.ম আলাউদ্দীন, চাকলাদার আবুল বাশার, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম সম্পাদক লেখক ভট্টাচার্য্য, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক ফরহাদ হোসেন, জামাল হোসেন প্রমুখ।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version