Site icon suprovatsatkhira.com

বুড়িগোয়ালিনীতে নারকেলের চারায় পানি দেওয়া কার্যক্রম

বুড়িগোয়ালিনী প্রতিনিধি: সিডিও ইয়ুথ টিমের বুড়িগোয়ালিনী ইউনিটের উদ্যোগে নারকেলের চারায় পানি দেওয়া কার্যক্রম পরিচালিত হয়েছে। শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদ টু পোড়াকাটলা সড়কে সামাজিক বনায়ন যশোরের আওতায় ৪০০ টি নারকেলের চারা রোপণ করা হয়। প্রতিটা চারার দূরত্ব ১৬ মিটার পর পর। এই সব গাছের রক্ষণাবেক্ষণের আওয়াতায় পানি দেওয়া হয়। টিমের বুড়িগোয়ালিনী ইউনিটের সভাপতি দীপক মিস্ত্রী ও সাধারণ সম্পাদক আবু ইসহাক টিম নিয়ে ৪০০ নারকেল গাছের চারায় পানি দেন।
পরিবেশকে আরো সুন্দর করতে বেশি বেশি গাছ লাগানো এবং পরিচার্যার বিষয়টা জনসাধারণের মাঝে সচেতনতা বৃদ্ধির অংশ হিসাবে এ কার্যক্রম পরিচালনা করা হয়।
রবিবার (০২ ডিসেম্বর) সকাল ১১ টায় এ কার্যক্রমে প্রধান অতিথি ছিলেন সামাজিক বনায়নের কর্মকর্তা পিরামিন ইসহাক।
উপস্থিত ছিলেন পরিবেশবাদী সংগঠন সেভ দ্যা ন্যাচার অব বাংলাদেশ সাতক্ষীরা জেলা সাধারণ সম্পাদক এসএম সাহেব আলী, সিডিও বুড়িগোয়ালিনী ইউনিটের সহ-সভাপতি রবিউল ইসলাম রুবেল, দপ্তর সম্পাদক গোপাল কুমার, প্রচার সম্পাদক আব্দুল কাদের, ক্রীড়া সম্পাদক রাজন হোসেন, ত্রাণ বিষয়ক সম্পাদক অচিন্ত বর্ম্মন, সাহিত্য বিষয়ক সম্পাদক মেহেদী হাসান, সদস্য মাফিজুর, রহিম, মনিরুল, শিমুল, হেলাল, হামজা, ফরিদ, মনির হোসেন, তানভীর সোহেল, ইমরান হোসেন, আকাশ মিস্ত্রি, সুমন ড্রাইভার, ভিক্টর জনি, কৌশিক, মো. সবুজ, নুর ইসলাম পাভেল, উজ্জ্বল, রাসেল, মাহিম ও শরিফুল ইসলাম প্রমুখ।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version