ডিসেম্বর ৯, ২০১৮
বিজয় ৭১: মুক্তিযুদ্ধে সাতক্ষীরা
(গতকালের পর) উল্লেখযোগ্য, ব্রিগেডিয়ার সালিক তাকে রণাঙ্গনে পাঠিয়েছিলেন। পরদিন পাকিস্তানি বাহিনী হেলিকপ্টার নিয়ে এ এলাকায় মুক্তিযোদ্ধাদের খোঁজ শুরু করে। পাকবাহিনী হেলিকপ্টার থেকে নিরীহ গ্রামবাসীর ওপর বৃষ্টির মতো গুলি ও বোমা ফেলতে থাকে। ফলে মুক্তিযোদ্ধাদের পিছু হটে সুন্দরবনে আশ্রয় নিতে হয়। আশাশুনি থানার পতন হলে মুক্তিযোদ্ধারা হানাদার বাঙ্কার থেকে ১০-১২ জন বাঙালি যুবতীকে উদ্ধার করে। এই যুদ্ধে ৪০ জন রাজাকার বন্দি হয়। 9,015,884 total views, 413 views today |
|
|
|