Site icon suprovatsatkhira.com

বিজয় ৭১: মুক্তিযুদ্ধে সাতক্ষীরা

(গতকালের পর) সাতক্ষীরা মুক্তিযুদ্ধে নৌ অভিযান, আশাশুনি থানা দখল ও পন্টুন ধ্বংস বর্তমান: সাতক্ষীরা জেলার অন্তর্গত থানা আশাশুনি জেলা সদর থেকে ৩৫ কিলোমিটার দক্ষিণে অবস্থিত। এর পশ্চিম পাশে ভারতীয় সীমান্তে দেবহাটা ও কালিগঞ্জ থানা এবং পূর্ব দিকে খুলনা জেলার পাইকগাছা থানা অবস্থিত। সেই সময় সাতক্ষীরা সদর থেকে একটি আধা-কাঁচা পাকা রাস্তা আশাশুনি পর্যন্ত ছিলো। এছাড়া নদীপথেও সাতক্ষীরা থেকে আশাশুনি পর্যন্ত যোগাযোগ সুগম ছিলো। শত্রুসেনাদের এই যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন করার জন্য পাকিস্তান নেভীর অফিসারদের ফান্সে প্রশিক্ষণরত অবস্থায় পালিয়ে আসা সাবমেরিনার লে: গাজী রহমতউল্লাহ মুক্তিযোদ্ধা নেতাদের সাথে পরামর্শ করে প্রথমে আশাশুনি এবং বিপরীত তীরে চাপড়ার স্বাধীনতা বিরোধী আতিয়ার ও মতিয়ারের অবস্থিত রাজাকার ও মিলিশিয়া এবং বাঙালী পুলিশদের শত্রুঘাটি দখলের পরিকল্পনা গ্রহণ করেন। লক্ষ বাস্তবায়নের জন্য তিনি প্রথমে আশাশুনি থানা আক্রমণ করে শত্রুবাহিনীর শক্তি নিরীক্ষা করতে চাইলেন (চলবে)। সূত্র: জেলা প্রশাসনের তথ্য বাতায়ন)

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version