Site icon suprovatsatkhira.com

বল্লী ইউনিয়ন আ’লীগের বর্ধিত সভা :নৌকায় ভোট দিন, প্রত্যেকটি গ্রামে শহরের মতো সুবিধা নিশ্চিত করা হবে

ডেস্ক রিপোর্ট: সদর উপজেলার বল্লী ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৮ ডিসেম্বর) বিকালে বল্লী মুজিবর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে বল্লী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. বজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এসময় তিনি বলেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় এলেই দেশে উন্নয়ন হয়। আপনারা আমাকে নৌকায় ভোট দিয়ে আপনাদের সেবার সুযোগ দিয়েছিলেন। আমি জনগণের চাকর হিসেবে কাজ করেছি। অবহেলিত এলাকার উন্নয়ন করার চেষ্টা করেছি। যেটুকু উন্নয়নের কাজ করতে বাকি আছে, এবার একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করে অসমাপ্ত কাজ শেষ করবো ইনশাল্লাহ। নৌকা মানেই উন্নয়ন। এই নৌকায় ভোট দিয়ে দেশ স্বাধীন হয়েছে। নৌকায় ভোট দিয়ে মানুষ কখনো ঠকেনি। যখনই ভোট দিয়েছে উন্নয়ন হয়েছে। নৌকার জন্যই সমগ্র বাংলাদেশে উন্নয়নের ছোঁয়া লেগেছে। নৌকার বিজয় নিশ্চিত করতে তৃণমূল নেতৃবৃন্দ আসল শক্তি। তাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা থাকলে অবশ্যই বিপুল ভোটে নৌকার বিজয় হবে। তিনি আরো বলেন, প্রতিটি এলাকায় মানুষ যেন ভালোভাবে চলতে পারে, সুখে শান্তিতে থাকতে পারে- সেটা করতে সক্ষম হয়েছি। জননেত্রী শেখ হাসিনা সরকার আবারও ক্ষমতায় এলে প্রত্যেকটা গ্রাম হবে শহর। প্রত্যেকটা গ্রামে শহরের মতো সুবিধা নিশ্চিত করা হবে। তাই আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও নৌকা মার্কায় ভোট দিন।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস.এম শওকত হোসেন, সাধারণ সম্পাদক মো. শাহাজান আলী, পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আবু সায়ীদ, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা জ্যোস্না আরা, বল্লী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য ওবায়দুর রহমান লাল্টু প্রমুখ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান মো. আসাদুজ্জামান অসলে, ফারুক আহমেদ, সদর উপজেলা যুবলীগের সভাপতি মো. মিজানুর রহমান মিজান, সাধারণ সম্পাদক প্রভাষক মইনুল ইসলাম, বল্লী ইউনিয়ন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল কাদের, ইউপি সদস্য জিয়াদ আলী, সামছুর রহমান, গোলাম মোস্তফা, যুবলীগ নেতা আজহারুল ইসলাম, দুলাল চন্দ্র, বাবর আলী প্রমুখ।
সভা পরিচালনা করেন যুবলীগ নেতা আবতাবুজ্জামান লাল্টু।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version