Site icon suprovatsatkhira.com

বঙ্গবন্ধুর ম্যুরালে কাজী নাবিল আহমেদের শ্রদ্ধা নিবেদন

যশোর অফিস: যশোর শহরের বকুলতলায় অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেছেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে বিজয়ী সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ। সোমবার (৩১ ডিসেম্বর) দলীয় নেতাকর্মীকে সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর ম্যুরালে ফুলের তোড়া দিয়ে শ্রদ্ধা জানান তিনি।
গতকাল রবিবার (৩০ ডিসেম্বর) অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে নৌকা প্রতীকে বিপুল ভোটে বিজয়ী হন কাজী নাবিল আহমেদ। এ নিয়ে আওয়ামী লীগের প্রার্থী হয়ে দ্বিতীয় দফায় সংসদ সদস্য নির্বাচিত হলেন তিনি।
বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধার্ঘ্য নিবেদনের পর সংক্ষিপ্ত বক্তৃতায় কাজী নাবিল আহমেদ বলেন, ‘মহান আল্লাহ তায়ালার অসীম কৃপায় জননেত্রী শেখ হাসিনা দেশের সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয়ী হয়েছেন।’
এজন্য দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, ‘জননেত্রী শেখ হাসিনা তৃতীয়বারের মতো দেশের প্রধানমন্ত্রী হয়ে আবারও জনগণের সেবায় নিজেকে উৎসর্গ করবেন।’
কাজী নাবিল আহমেদ বলেন, ‘বিগত ১০ বছরে দেশে উন্নয়নের জন্য যেসব মেগা প্রকল্প গ্রহণ করা হয়, সেগুলো এবার সম্পন্ন হবে।’ জাতির জনক বঙ্গবন্ধুর ‘সোনার বাংলা’ গড়ার যে স্বপ্ন ছিল, জননেত্রী তা বাস্তবায়ন করে সারা বিশ্বে দেশের মুখ উজ্জ্বল করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
নির্বাচনের আগে জননেত্রীকে যশোরের ছয়টি আসনে নৌকার বিজয় পাইয়ে দেওয়ার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা সম্পন্ন হওয়ায় কাজী নাবিল আহমেদ মহান সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা এবং যশোরবাসীকে ধন্যবাদ জানান। একইসঙ্গে তিনি যশোরের মানুষের কল্যাণে আগামী দিনে আরও কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধার্ঘ্য শেষে তিনি যশোর জেনারেল হাসপাতালে দলের অসুস্থ নেতাকর্মীদের দেখতে যান। সেখানে তিনি তাদের চিকিৎসার খোঁজ-খবর নেন।
এ সময় কাজী নাবিল আহমেদের সঙ্গে জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, শ্রমবিষয়ক সম্পাদক কাজী আব্দুস সবুর হেলাল, সদস্য ফরিদ আহমেদ কচি, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথ, সেক্রেটারি মেহেদি হাসান মিন্টু, শহর আওয়ামী লীগের সেক্রেটারি হাসান ইমাম লাল, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট সেতারা খাতুন, পৌর কাউন্সিলর মকশিমুল বারী অপু, যুবলীগের নেতা হাফিজুর রহমান ও মঈনুদ্দিন মিঠু, স্বেচ্ছাসেবক লীগ নেতা লুৎফুল কবীর বিজু, ছাত্রলীগের সাবেক সেক্রেটারি মাহবুব হক প্রমুখ।
এর আগে জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডাররাসহ দলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা শহরের কাজীপাড়ায় সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের বাসভবনে গিয়ে তাকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে সেখান থেকে বিপুলসংখ্যক দলীয় নেতাকর্মীকে নিয়ে বঙ্গবন্ধুর ম্যুরাল প্রাঙ্গণে আসেন তিনি।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version