ডিসেম্বর ৭, ২০১৮
প্রতি ভরি সোনার দাম ২০০ টাকা: সুভাষ চৌধুরী
হঠাৎ সোনার দাম পড়ে গেছে। প্রতি ভরি মাত্র ২০০ টাকা। কে না খুশী হবেন এ খবরে। আর এ খবর দিলেন আমার এক প্রভাতী বন্ধু। তিনি বললেন সংবাদপত্র পড়–ন। দেখুন সোনার দাম। জানতে চাইলাম কোথায় পাওয়া যাবে । বললেন খবরের কাগজ বিক্রেতাদের সাথে যোগাযোগ করুন। সত্যিই তাই। খবরের কাগজে পড়লাম ‘স্বর্ণের ভরি ২০০ টাকা’। তবে একটা কথা আছে। এই স্বর্ণ কিন্তু যেখানে সেখানে পাওয়া যায় না। এ জন্য দু’টি স্থানে যোগাযোগ করা যেতে পারে। জেলা রিটার্নিং অফিসার অথবা বাংলাদেশ নির্বাচন কমিশন। সেখানে যদি নাও মেলে তাহলে সরাসরি চলে আসুন এমপি পদপ্রার্থীদের কাছে । তারাই আপনাকে সঠিক তথ্য দেবেন। কারণ নির্বাচনী হাওয়ায় স্বর্ণের দাম হঠাৎ পড়ে গেছে। তবে এই স্বর্ণ আবার যখন তখন যার তার কাছে বিক্রিও হয় না। নির্বাচনী হাওয়ার সাথে তাল মিলাতে যেয়ে স্বর্ণের এতো মূল্যপতন । 8,551,525 total views, 2,131 views today |
|
|
|