Site icon suprovatsatkhira.com

পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন ও শিক্ষা ব্যয় কমাতে হবে: ইয়াছির আবিদ সজল- শিক্ষার্থী

আরিফুল ইসলাম রোহিত: সাতক্ষীরা-২ আসন জেলার সদর উপজেলা নিয়ে গঠিত। কিন্তু শিক্ষা ক্ষেত্রে এখানে তেমন অগ্রগতি অর্জিত হয়নি। বর্তমান সরকারের আমলে অনেক স্কুল-কলেজে নতুন নতুন ভবন তৈরি করা হয়েছে। কিন্তু সেখানে নেই কোন অডিটোরিয়াম, নেই খেলাধূলার জন্য পর্যাপ্ত কোন আয়োজন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত জনপ্রতিনিধি শিক্ষা ব্যবস্থায় আরও পরিবর্তন নিয়ে আসবেন, এমনই নির্বাচনী ইশতেহার চাই- বলে জানালেন সাতক্ষীরা সরকারি কলেজের হিসাববিজ্ঞান তৃতীয় বর্ষের ছাত্র ইয়াছির আবিদ সজল।
সুপ্রভাত সাতক্ষীরাকে সজল বলেন, নির্বাচনের ইশতেহারে প্রথমেই চাই- এই আসনে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন করা হোক। এছাড়া সাতক্ষীরা সরকারি কলেজ ও সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে একটি গ্যালারিসহ অডিটোরিয়াম স্থাপন করতে হবে। জেলা শহরের সবচেয়ে বড় দু’টি কলেজে পরিবহন ব্যবস্থা নেই। এসব কলেজে অন্তত দু’টি বাস দিতে হবে। এছাড়া ক্যাম্পাসগুলো সন্ত্রাস ও মাদকমুক্ত করতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানে লেখাপড়ার পাশাপাশি সহপাঠ্যক্রমিক কার্যক্রম (বিতর্ক, সাহিত্য-সংস্কৃতি) চালু রাখার ব্যাপারে সহযোগী ভূমিকা পালন করবে- এমন উদ্যোগ নিতে জনপ্রতিনিধিদের চাপ অব্যাহত রাখতে হবে। সর্বোপরি শিক্ষার্থীদের শিক্ষা ব্যয় কমাতে হবে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version