Site icon suprovatsatkhira.com

পাটকেলঘাটায় নৌকার পক্ষে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের মতবিনিময় সভা

পাটকেলঘাটা প্রতিনিধি: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নৌকার প্রার্থীকে বিজয়ের লক্ষ্যে পাটকেলঘাটায় বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান এক্য পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৩ ডিসেম্বর) দুপুর ১২টায় পাটকেলঘাটা আদর্শ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে পরিষদের উপজেলা আহবায়ক মনোরঞ্জন মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের মহাজোটের মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী মুস্তফা লুৎফুল্লাহ।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালা উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ও তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ও জেলা কৃষকলীগের সভাপতি বিশ্বজিৎ সাধু, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক স্বপন শীল, খলিলনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক প্রণব ঘোষ বাবলু। বক্তব্য রাখেন যুবলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি রফিকুল ইসলাম, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পাটকেলঘাটা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাই, সরুলিয়া ইউনিয়ন ঐক্য পরিষদের সভাপতি লোকনাথ নার্সিং হোমের পরিচালক পুলক কুমার পাল, আ’লীগ নেতা সুধাংশ সরদার, অসিত দাশ, শিবপদ পাইন, দেবাশীষ, ইন্দ্রজিৎ, আতিয়ার রহমান প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে মুস্তফা লুৎফুল্লাহ বলেন, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টানসহ সংখ্যালঘুদের উপর যত অন্যায় অত্যাচার হয়েছে তা সুষ্ঠু বিচারের আওতায় আনা হবে। কোথাও এ সম্প্রদায়ের উপর অন্যায় অত্যাচার করলে সঙ্গে সঙ্গে আমাকে জানাবেন। আগামী নির্বাচনে নৌকা প্রতীককে জয়জুক্ত করে আবারও শেখ হাসিনা সরকারের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার জন্য আপনারা নিরলস প্রচেষ্টা চালিয়ে যান। দেশের স্বাধীনতা বিরোধীরা আর যেন মাথা চাড়া দিয়ে উঠতে না পারে সেদিকে সকলে সজাগ দৃষ্টি রাখবেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version