পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছার খড়িয়া মিনাজ চক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে নানাবিধ অনিয়মের অভিযোগ উঠেছে।
প্রধান শিক্ষক মহাদেব সরদার স্কুলের নামে প্রায় ১ বিঘা জমির হারির টাকা প্রায় ৩ দশক স্কুল ফান্ডে না দিয়ে নিজেই ভোগ দখল করে আসছেন বলে অভিযোগ।
প্রাপ্ত অভিযোগে জানা গেছে, উপজেলার লস্কর ইউনিয়নের খড়িয়া মিনাজ চক সরকারি প্রাথমিক বিদ্যালয় ১৯৭৬ সালে স্থাপিত। জাতীয়করণ হয় ২০১৩ সালের ১ জানুয়ারি। স্কুলটি সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে ১৯৯১ সালে এলাকার মৃত মনোতোষ সরদারের ছেলে মৃত শৈলেন্দ্র নাথ সরদার, মৃত লোকনাথ সরদারের ছেলে মৃত গোপাল চন্দ্র সরদার ও মৃত পুলিন বিহারী সরদার প্রত্যেকে ১৭ শতক করে মোট .৫১ একর জমি স্কুলের নামে দান করে দেন। ওই সম্পত্তির মধ্যে .৪১ একর জমি বর্তমান জরিপে স্কুলের নামে রেকর্ড হয়েছে। মোট জমির মধ্যে ১৩ শতক জমিতে স্কুল ভবন রয়েছে। ১০ শতক জমির উপর দিয়ে রাস্তা ও অবশিষ্ট ২৮ শতক জমিতে দীর্ঘদিন ধান ও মাছ চাষ করা হচ্ছে।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও ইউপি সদস্য আছাবুর রহমান সরদার জানান, প্রধান শিক্ষক মহাদেব সরদার জমিদাতা শৈলেন্দ্র নাথের ওয়ারেশ। স্কুল প্রতিষ্ঠার পর তিনি অল্প কিছুদিন অন্য স্কুলে কর্মরত ছিলেন। এ ছাড়া শুরু থেকে অদ্যাবধি এ স্কুলে প্রধান শিক্ষকের দায়িত্বে রয়েছেন। তিনি ২৭ বছর ২৮ শতক জমি ও হারির টাকা নিজের অনুকূলে রেখে ভোগদখল করে আসছেন। গত ২৮ অক্টোবর ম্যানেজিং কমিটির সভায় জমির হারির টাকা আদায়ের ব্যাপারে কঠোর সিদ্ধান্ত নেওয়া হলে প্রধান শিক্ষক খুব দ্রুত সময়ের মধ্যে তা পরিশোধ করবেন বলে প্রতিশ্রুতি দেন। কিন্তু এখনো পর্যন্ত তিনি কোন টাকা না দিয়ে শুধু তাল বাহানা করে আসছেন। সহকারী শিক্ষা অফিসার ঝংকার ঢালী জানান, এ ব্যাপারে স্কুলের পক্ষ থেকে কেউ কোন লিখিত অভিযোগ করেননি। তবে ঘটনা যদি সঠিক হয়ে থাকে তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ব্যাপারে প্রধান শিক্ষক মহাদেব সরকার বলেন, ম্যানেজিং কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী স্কুলের অনুকূলে আমি হারির টাকা দেওয়ার জন্য ওয়াদা করেছিলাম। কিন্তু ব্যক্তিগত কিছু সমস্যার কারণে টাকাগুলো এখনো দিতে পারিনি। তবে খুব দ্রুত সময়ের মধ্যে বিষয়টি নিস্পত্তি করা হবে বলে তিনি জানান।
পাইকগাছায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে নানা অভিযোগ
https://www.facebook.com/dailysuprovatsatkhira/