Site icon suprovatsatkhira.com

পাইকগাছায় প্রতিপক্ষের হামলায় ধানের শীষের ৪ কর্মী আহত

পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছায় পোস্টার টাঙানোকে কেন্দ্র করে মারপিটের ঘটনায় ধানের শীষ ও নৌকা প্রতীকের ৪ কর্মী-সমর্থক আহত হয়েছেন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
অপরদিকে জামায়াত-বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে নৌকা প্রতীকের পোস্টার ছিড়ে ফেলারও অভিযোগ উঠেছে। ২০ দলীয় জোটের প্রধান নির্বাচনী এজেন্ট অ্যাডভোকেট লিয়াকত আলী সরদার জানান, আমাদের কয়েকজন কর্মী শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে রাড়–লী ইউনিয়নের শ্রীকণ্ঠপুর ফুটবল মাঠ সংলগ্ন এলাকায় ধানের শীষ প্রতীকের পোস্টার টাঙানোর সময় আওয়ামী লীগ নেতা আরশাদ আলী বিশ্বাস তাদেরকে পিটিয়ে আহত করে। এ ঘটনায় শ্রীকণ্ঠপুর গ্রামের আব্দুল হক সানার ছেলে মুজিবর রহমান সানা, ইনতাজ আলী সরদারের ছেলে রফিকুল ইসলাম ও আরাজি ভবানীপুর গ্রামের শাহজাহান সরদারের ছেলে হাফেজ আব্দুল নূর আহত হয়। আহতদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় বিকালে বাঁকা বাজারে প্রতিবাদ সভা করা হয় বলে জানালেন অ্যাডভোকেট লিয়াকত আলী সরদার।
অপর দিকে রাড়–লী ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ গোলদার জানান, সকালে পোস্টার ছেড়াকে কেন্দ্র করে জামায়াত-বিএনপির নেতাকর্মীদের হামলায় সাবেক ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা হাশেম সরদার আহত হয়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এছাড়াও জামায়াত-বিএনপির নেতাকর্মীরা রাড়–লী ইউনিয়নের ৮নং ওয়ার্ডে নৌকা প্রতীকের সমস্ত পোস্টার ছিড়ে ফেলেছে।
এ ঘটনায় নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে প্রভাষক আব্দুল ওহাব বাবলু সহকারী রিটার্নিং অফিসার বরাবর লিখিত অভিযোগ করেছেন।
এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) ও দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কর্মকর্তা আব্দুল আউয়াল জানান, বিভিন্ন প্রার্থীর পক্ষ থেকে আমাদের কাছে আচরণবিধি লঙ্ঘনের কয়েকটি লিখিত অভিযোগ এসেছে। বিষয়টি খতিয়ে দেখার জন্য থানা পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে প্রশাসন সার্বক্ষণিক সজাগ রয়েছে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version