Site icon suprovatsatkhira.com

পাইকগাছায় নৌকা প্রতীকের নির্বাচনী অফিসে অগ্নিসংযোগ, আটক ৮

পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছায় নৌকা প্রতীকের নির্বাচন অফিসে অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পাইকগাছা থানায় গদাইপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি সরদার জাকির হোসেন বাদী হয়ে দেড় শতাধিক ব্যক্তিকে আসামি মামলা করেছেন।
সূত্র জানায়, মঙ্গলবার গভীর রাতে দুর্বৃত্তরা উপজেলার গদাইপুর মোড়ে নৌকা প্রতীকের নির্বাচনী অফিসে অগ্নি সংযোগ করে। এতে চেয়ার ও অফিসের বেড়া ক্ষতিগ্রস্ত হয়। রাতেই খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন থানার ওসি আমিনুল ইসলাম। বুধবার সকালে ঘটনাস্থলে যান নৌকা প্রতীকের প্রার্থী আক্তারুজ্জামান বাবু। এরপর সকাল সাড়ে ১০টায় ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার হেলাল হোসেন, পুলিশ সুপার এসএম শফিউল্লাহ, জেলা নির্বাচন কর্মকর্তা এম মাজাহারুল ইসলাম, আনসার ও ভিডিপি কর্মকর্তা নব কুমার ও উপজেলা নির্বাহী ও সহকারী রিটার্নিং অফিসার জুলিয়া সুকায়না।
এ ব্যাপারে ওসি আমিনুল ইসলাম বলেন, থানায় মামলা হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে এ ঘটনায় জড়িত অভিযোগে জামায়াত নেতা অ্যাডভোকেট আব্দুল মজিদ, সরদার আব্দুল মজিদ ও ডা. আব্দুস সাত্তারসহ ৮ জনকে আটক করেছে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version