পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছায় আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে ও অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম ওকাপের সহযোগিতায় এক বর্ণাঢ্য র্যালি বের হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার জুলিয়া সুকায়নার সভাপতিত্বে অভিবাসীর অধিকার-মর্যাদা ও ন্যায় বিচার প্রতিপাদ্য বিষয়ের উপর অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম ওকাপের ফিল্ড অফিসার আজিজুল হক।
পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুল আজিজের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহানারা খাতুন, ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়াদ্দার, ব্র্যাক মাইগ্রেশন ফোরামের সভাপতি অ্যাডভোকেট শফিকুল ইসলাম কচি, ফিল্ড অর্গানাইজার দেবাশীষ তরফদার, প্যানেল চেয়ারম্যান শেখ জাকির হোসেন লিটন, বিদেশ ফেরত অভিবাসী রামপ্রসাদ শীল, শেখ আব্দুল আহাদ, সাজ্জাত হোসেন, মাসুদুর রহমান, আজিজুল ইসলাম, আব্দুস সালাম, রওশানারা খুকুমনি, ওকাপের এও মাসুম বিল্লাহ, ইসমিতা মন্ডল, পিয়ারী আক্তার রিয়া ও ব্র্যাকের লিনা।
পাইকগাছায় আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত
https://www.facebook.com/dailysuprovatsatkhira/