Site icon suprovatsatkhira.com

নৌকা প্রতীকে ভোট দিন, উন্নয়ন বুঝে নিন: শেখ হেলাল

বাবুল আক্তার, পাইকগাছা প্রতিনিধি: বঙ্গবন্ধুর ভ্রাতুষ পুত্র শেখ হেলাল উদ্দীন বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছিলেন একটি সুখী, সমৃদ্ধশালী বাংলাদেশের। তিনি স্বপ্ন দেখেছিলেন এ দেশের মানুষ কখনো না খেয়ে মারা যাবে না। দেশের প্রতিটি মানুষ উন্নত জীবন-যাপন করবে।
তিনি বলেন, ঘাতকরা বঙ্গবন্ধুকে তার স্বপ্ন পূরণ করতে দেন নি। ঘাতকরা শুধু বঙ্গবন্ধুকে হত্যা করে ক্ষান্ত হয়নি। তারা বঙ্গবন্ধুর সাথে আমার পিতা ও ছোট ভাই রাসেলসহ পরিবারের বেশিরভাগ সদস্যকে হত্যা করেছিল। ঘাতকরা সে দিন বঙ্গবন্ধুকে হত্যা করতে পারলেও তার যে স্বপ্ন ছিল সোনার বাংলা গড়ার, সে স্বপ্নকে মারতে পারেনি। যে স্বপ্ন পূরণের জন্য বঙ্গবন্ধুর যোগ্য উত্তরসূরী প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস চেষ্টা করে যাচ্ছেন। শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে উল্লেখ করে শেখ হেলাল এমপি আরো বলেন, বাংলাদেশ এখন বিশ্বের রোল মডেল। ক্ষুধা, দারিদ্র মুক্ত দেশ বিনির্মাণের জন্য বিশ্বের অনেক দেশ এখন বাংলাদেশকে অনুসরণ করে। তিনি এলাকাবাসীর উদ্দেশ্যে বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য আপনারা আক্তারুজ্জামান বাবু’র নৌকা প্রতীকে ভোট দিন। অত্র এলাকার ঝুঁকিপূর্ণ সকল বেড়িবাঁধ সংস্কার ও সুপেয় পানি সমস্যার সমাধান করা হবে। পাইকগাছা-কয়রা গড়ার সকল দায়িত্ব আমি নিলাম।
সোমবার বিকেলে নির্বাচনী এলাকা খুলনা-৬ আসনের পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয় ফুটবল মাঠে এমপি প্রার্থী আক্তারুজ্জামান বাবু’র নৌকা প্রতীকের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
উপজেলা আওয়ামী লীগের আহবায়ক গাজী মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও সদস্য সচিব মো. রশীদুজ্জামান এবং সাবেক ছাত্রনেতা শেখ আবু হানিফের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ, সংসদ সদস্য এ্যাড. শেখ মো. নূরুল হক, সাবেক এমপি এ্যাড. সোহরাব আলী সানা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী, সিনিয়র সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জামাল, মহানগর যুবলীগের আহবায়ক এ্যাড. আনিছুর রহমান পপলু, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি হালিমা ইসলাম, সাধারণ সম্পাদক জাহানারা শহীদ, ইঞ্জিনিয়ার প্রেম কুমার মন্ডল, জেলা আওয়ামী লীগ নেতা এ্যাড. ফরিদ আহম্মেদ, ডা. শেখ মোহা. শহীদ উল্লাহ, শেখ মনিরুল ইসলাম, জিএম মহাসিন রেজা, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি বদিউজ্জামান সোহাগ, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, জেলা পরিষদ সদস্য শেখ কামরুল হাসান টিপু, আব্দুল মান্নান গাজী, নাহার আক্তার, কেন্দ্রীয় জাপানেতা মোস্তফা কামাল জাহাঙ্গীর, সাবেক ছাত্রনেতা অসিত বরণ বিশ্বাস, পূজা উদযাপন পরিষদের সভাপতি সমীরণ সাধু, ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ গোলদার প্রমুখ।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version