কপিলমুনি প্রতিনিধি: কপিলমুনি ও তার আশেপাশের এলাকার প্রতিটি পাড়া-মহল্লা, রাস্তা-ঘাটসহ উপজেলা জুড়ে বিভিন্ন প্রকার প্রতীক সম্বলিত সাদা কালো পোস্টারে ছেয়ে গেছে। পোস্টারেই যেন নিজেদের অবস্থান জানান দিচ্ছে প্রার্থীদের। আপরদিকে ব্যাটারি চালিত ইজিবাইক বা ভ্যান যোগে এক এলাকা থেকে অন্য এলাকায়, এক মহল্লা থেকে অন্য মহল্লায় গিয়ে মাইকে গানের সুরে উন্নয়নের চিত্র তুলে ধরে প্রার্থীর পক্ষে ভোটের প্রার্থনা চলছে। কোন কিছুতে তাদের আবেগের কমতি নেই। এছাড়াও প্রতিদিন কাক ডাকা ভোর হতে প্রার্থীরা নিত্যদিনের কর্মসূচি অনুযায়ী বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভা করে চলেছেন। আবার প্রার্থীদের ডাকে সাড়া দিয়ে স্থানীয় অঞ্চল ভিত্তিক নেতা কর্মীরা নিজ এলাকাসহ পাশ্ববর্তী এলাকাসমূহে সাধারণ মানুষের দ্বারে-দ্বারে গিয়ে গণসংযোগের মাধ্যমে ভোটের প্রার্থনা করছেন।
সবমিলিয়ে কপিলমুনিসহ পাইকগাছা উপজেলা জুড়ে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে যেন উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে। অন্যদিকে কপিলমুনিসহ উপজেলা জুড়ে আইনশৃঙ্খলা প্রশ্নে স্থানীয় প্রশাসন ও থানা পুলিশের সজাগ দৃষ্টি রয়েছে বলে জানিয়েছেন পাইকগাছা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম বিপ্লব।
খুলনা-৬ আসনে ৭ জন প্রার্থী নির্বাচনে অংশ গ্রহণ করছেন। তারা হলেন আওয়ামী লীগের আক্তারুজ্জামান বাবু (নৌকা), ২০ দলীয় জোটের মাওলানা আবুল কালাম আজাদ (ধানের শীষ), জাতীয় পার্টির শফিকুল ইসলাম মধু (লাঙ্গল), ইসলামী আন্দোলনের গাজী নূর আহমেদ (হাতপাখা), জাকের পার্টির শেখ মর্তুজা আল মামুন (গোলাপ ফুল), বাম গণতান্ত্রিক জোটের সুভাষ সানা মহিম (কাস্তে) ও বাংলাদেশ ন্যাশনাল পার্টির মির্জা গোলাম আজম (টেলিভিশন) মার্কা নিয়ে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছেন।
এদিকে, আর মাত্র নির্বাচনের ৫ দিন বাকী থাকায় প্রতিটা মুহূর্ত প্রার্থীসহ কর্মী সমর্থকরা ব্যস্ত সময় পার করছেন। এক কথায় ভোটের হাওয়া বইছে কপিলমুনি নগর জুড়ে।
নির্বাচনের পোস্টারে ছেয়ে গেছে কপিলমুনির অলিগলি
https://www.facebook.com/dailysuprovatsatkhira/