Site icon suprovatsatkhira.com

নারীদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে: খাদিজা-তুল-কোবরা, সমাজকর্মী

মীর খায়রুল আলম: সমাজ উন্নয়ন কর্মী হিসাবে ১১ বছরেরও বেশি সময় ধরে কাজ করছেন খাদিজা-তুল-কোবরা। দি হাঙ্গার প্রজেক্টের কালিগঞ্জের ইউনিয়ন সমন্বয়কারী খাদিজা-তুল-কোবরা একাদশ জাতীয় সংসদ প্রার্থীদের কাছে নির্বাচনী ইশতেহারে নারীদের কল্যাণে বিভিন্ন কর্মসূচি অন্তর্ভুক্তির দাবি জানিয়েছেন।
তিনি জানান, সাতক্ষীরা-৩ আসন সীমান্তবর্তী এবং দক্ষিণাঞ্চলের শেষ দিকে হওয়ায় এখানে মানুষের মাঝে শিক্ষা ও সচেতনতার অভাব বেশি। তাই নারী সমাজকে এগিয়ে নিতে পর্যাপ্ত সুযোগ সুবিধা প্রদান করে নারীদের এগিয়ে নিতে হবে। সাথে সাথে নারীদের জন্য শিক্ষার পাশাপাশি কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। বাল্যবিবাহ বন্ধ করতে আইন পাশ করেই শেষ নয়, কার্যকর ব্যবস্থা করতে হবে। নারীদের কর্মদক্ষতা বৃদ্ধিতে উদ্যোগ নিতে হবে। কিশোরী ক্লাব স্থাপন, কিশোরীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কার্যক্রম পরিচালনার মাধ্যমে নারীদের জন্য নিরাপদ পরিবশে গড়তে হবে। নারীদের জন্য গাড়িতে, কর্মক্ষেত্রে হয়রানি বন্ধে সরকারকে উদ্যোগ নিতে হবে। নারীর জন্য ঘরে এবং বাহিরে নিরাপদ পরিবেশ গড়ে তুলতে সব রকম ব্যবস্থা গ্রহণ করতে হবে। নারী নির্যাতন, ধর্ষণসহ সব ধরনের অপরাধের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও দ্রুত বিচারকার্য সম্পন্ন করার জন্যও ব্যবস্থা গ্রহণ জরুরী।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version