Site icon suprovatsatkhira.com

নওয়াবেঁকীতে ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত

নওয়াবেঁকী (শ্যামনগর) প্রতিনিধি: ‘ডিজিটাল বাংলাদেশ হবে বঙ্গবন্ধুর সোনার বাংলা’ প্রতিপাদ্যে শ্যামনগরের নওয়াবেঁকীতে ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত হয়েছে। বুধবার (১২ ডিসেম্বর) সকাল ১০টায় আটুলিয়া ইউনিয়ন পরিষদের হলরুমে সুশীলনের প্রতীক প্রকল্পের আয়োজনে এবং অক্সফাম ইন বাংলাদেশ ও মোনাস বিশ্ববিদ্যালয়, অস্ট্রেলিয়ার সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়। সিবিও অ্যালায়েন্স কমিটির সভাপতি সেহেলি পারভীন ঝর্ণার সভাপতিত্বে ও সুশীলনের প্রতীক প্রকল্পের প্রজেক্ট অফিসার তাপস কুমার মিত্রের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, ইউপি সচিব মো. আবু সাইম, ইউপি সদস্য আবুল বাসার, সন্তষ কুমার বৈদ্য। এছাড়া আরও উপস্থিত ছিলেন সুশীলন এফ এম ইয়াসমিন সুলতানা, কমিউনিটি ভলেন্টিয়ার মমিনা খাতুন ও প্রতীক প্রকল্পের এনিমেটরগণ। এর আগে এ উপলক্ষ্যে এক বর্ণাঢ্য র‌্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version