দেবহাটা (সদর) প্রতিনিধি: সাতক্ষীরা-৩ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হককে বিজয়ী করতে উঠান বৈঠক করেছে দেবহাটার সখিপুর ইউনিয়ন শ্রমিক লীগ। মঙ্গলবার (৪ ডিসেম্বর) বিকাল ৪টায় সখিপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
সভায় ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা শ্রমিক লীগের সভাপতি আবু তাহের। বিশেষ অতিথি ছিলেন উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, সহ-সভাপতি কবির হোসেন, সাংগঠনিক সম্পাদক ও ইউপি সদস্য আরমান হোসেন।
বক্তব্য রাখেন, উপজেলা শ্রমিক লীগের দপ্তর সম্পাদক আজিজুল হক আরিফ, সখিপুর ইউনিয়ন শ্রমিক লীগের মহিলা বিষয়ক সম্পাদক হামিদা পারভীন, দেবহাটা ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি রাজির হোসেন জজ, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, শ্রমিক নেতা মিজানুর রহমান মিজান, মোক্তার আলী প্রমুখ।
বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।
দেবহাটায় শ্রমিকলীগের উঠান বৈঠক
https://www.facebook.com/dailysuprovatsatkhira/