দেবহাটা প্রতিনিধি: দেবহাটা থানা পুলিশের অভিযানে নাশকতা মামলার ২ আসামি আটক হয়েছে। রবিবার রাতে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন উপজেলার কুলিয়া ইউনিয়নের পুষ্পকাটি গ্রামের মঞ্জরুল ইসলামের ছেলে গোলাম হোসেন ও নওয়াপাড়া ইউনিয়নের নাংলা গ্রামের এবাদুল ইসলামের ছেলে হাবিবুর রহমান।
দেবহাটা থানার ওসি (তদন্ত) উজ্জল মৈত্র জানান, তাদের বিরুদ্ধে দেবহাটা থানায় নাশকতা মামলা ছিল। এলাকায় নাশকতার পরিকল্পনাকালে তাদেরকে আটক করা হয়েছে। সোমবার তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।