সখিপুর (দেবহাটা) প্রতিনিধি: দেবহাটা সরকারি খানবাহাদুর আহছানউল্লা কলেজে বেগম রোকেয়া দিবস উদ্যাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৯ ডিসেম্বর) সরকারি খানবাহাদুর আহছানউল্লা কলেজ হল রুমে দিবসটি উপলক্ষ্যে আলোচনা এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় কুইজ, রচনা ও বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠানে জীব বিজ্ঞান বিভাগের প্রভাষক আবু তালেব’র পরিচালনায় প্রধান আলোচক ছিলেন, অধ্যক্ষ রিয়াজুল ইসলাম। বক্তব্য রাখেন হিসাব বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান আকবর আলী, ক্রিড়া শিক্ষক কবির হোসেন, বিজ্ঞান বিভাগের প্রদীপ কুমার, আকরাম হোসেন, ভুগোল বিভাগের আব্দুল আজিজ, রোকনুজ্জামান প্রমুখ। অনুষ্ঠানে বেগম রোকায়ার নারী জাগরণের পটভূমি ও নারীর ক্ষমতায়ন নিয়ে আলোচনা করা হয়।