Site icon suprovatsatkhira.com

দেবহাটার টিকেটে ৫ দিনব্যাপী মহাশ্মশান কালীপূজা শুরু আজ

পারুলিয়া (দেবহাটা) প্রতিনিধি: বিশ্ব শান্তি ও মঙ্গল কামনায় দেবহাটার টিকেটে ৫ দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পঞ্চম শ্রী শ্রী মহাশ্মশান কালীপূজা শুরু হচ্ছে আজ শনিবার থেকে। টিকেট পূর্বপাড়া সার্বজনীন মহাশ্মশান কমিটির সভাপতি কালীপদ মিস্ত্রী ও সাধারণ সম্পাদক ইউপি সদস্য ভরত চন্দ্র সরকার জানান, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ কমিটির সহ-সম্পাদক বাবু অজয় সরকারের পৃষ্টপোষকতায় এবং কুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমাদুল ইসলাম, জেলা পরিষদ সদস্য আলফেরদাউস আলফা, বিশিষ্ট ব্যবসায়ী চন্দ্রকান্ত সরদার, শিক্ষক আব্দুল জলিলের সহযোগিতায় অনুষ্ঠিত হচ্ছে এবারের মহাশ্মশান কালীপূজা। আজ শনিবার সন্ধ্যায় শুভ মাঙ্গলিক অনুষ্ঠান ও বাতি প্রজ্জ্বালনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে পূজার কার্যক্রম শুরু হবে। এছাড়া রবিবার প্রসাদ বিতরণ ও কবিগান, সোমবার সামাজিক যাত্রাপালা, মঙ্গলবার মনোজ্ঞ সাংষ্কৃতিক সন্ধ্যা ও বুধবার প্রতিমা বিসজর্নের মধ্য দিয়ে শেষ হবে ৫ দিনব্যাপী মহাশ্মশান কালী পূজা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন কেন্দ্রীয় আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য ও সাতক্ষীরা-৩ আসনের নৌকার মাঝি বর্তমান এমপি আ ফ ম রুহুল হক। বিশেষ অতিথি থাকবেন জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহম্মেদ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান আব্দুল গণি, দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান মুজিবর রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, কুলিয়ার ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুল ইসলাম ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version