Site icon suprovatsatkhira.com

দুটি ফুড ফ্যাক্টরিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় দুটি ফুড ফ্যাক্টরিতে নিম্ন মানের দ্রব্য সামগ্রী ব্যবহার ও ওজনে কম দেওয়ার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে জরিমানা করেছে। রোববার (৯ ডিসেম্বর) বিকালে শহরের পুরাতন সাতক্ষীরার ইভা এন্টারপ্রাইজ ও বাটকেখালির মর্ডান ফুড প্রডাক্টসে এই অভিযান চালানো হয়।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অনিন্দিতা রায় জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুরাতন সাতক্ষীরায় অবস্থিত ইভা এন্টারপ্রাইজ ও বাটকেখালিতে অবস্থিত মডার্ন ফুড প্রডাক্টসে নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফ আদনান ও ইন্দ্রজীত সাহা অভিযান পরিচালনা করেন। এসময় সেখান থেকে নিম্ন মানের খাদ্য সামগ্রী ব্যবহার ও ওজনে কম দেওয়ার সত্যতা পাওয়া যায়। প্রতিষ্ঠান দুটিকে দশ হাজার টাকা জরিমানা ও সতর্ক করা হয়েছে। তিনি আরও বলেন, প্রতিষ্ঠান দুটির মালিক ভুল স্বীকার করে ২০০৯ সালের ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ব্যবসা পরিচালনা করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version