পাটকেলঘাটা/তালা প্রতিনিধি: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে পাটকেলঘাটা ও তালায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন তালা উপজেলার সহকারি কমিশনার (ভূমি) অনিমেশ বিশ্বাস।
বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) পাটকেলঘাটায় উপজেলা ভূমি অফিসে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে অংশ নেন পাটকেলঘাটা প্রেসক্লাবের সভাপতি প্রধান শিক্ষক আব্দুল হাই, সহ-সভাপতি প্রভাষক নাজমুল হক, সাধারণ সম্পাদক শেখ শওকাত হোসেন, কোষাধ্যক্ষ আশরাফ আলী, প্রেসক্লাবের সাবেক সভাপতি শেখ জাকির হোসেন, পাটকেলঘাটা নিউজ ক্লাবের মুজিবর রহমান, সাংবাদিক খায়রুল আলম সবুজ, তালা প্রেসক্লাবের সহ-সভাপতি নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সেলিম হায়দার, কোষাধ্যক্ষ এমএ ফয়সাল, নির্বাহী সদস্য আকবর হোসেন, সেকেন্দার আবু জাফর বাবু, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক জুলফিকার রায়হান প্রমুখ।
সভায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার বলেন, আসন্ন নির্বাচনে সকলে স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করবে। কেউ যদি কোনভাবে কারো পক্ষে বল প্রয়োগ বা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে হুমকি প্রদর্শন করে ভোট আদায় করে বা কোন প্রকার নির্বাচনী আচরণ বিধি লংঘন করলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
তালা ও পাটকেলঘাটায় কর্মরত সাংবাদিকদের সাথে এসি ল্যান্ডের মতবিনিময়
https://www.facebook.com/dailysuprovatsatkhira/