Site icon suprovatsatkhira.com

তালায় পানি সম্পদ ব্যবস্থাপনা ফোরামের মতবিনিময় সভা

তালা প্রতিনিধি: উপকূলীয় অঞ্চলে পানি সম্পদ ব্যবস্থাপনার মাধ্যমে ঘরে-ঘরে সুপেয় পানির দাবিতে সাতক্ষীরা তালায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ‘ঐতিহ্য : উপকূলীয় পানি সম্পদ ব্যাবস্থাপনা ফোরামের’ উদ্যোগে গতকাল সোমবার সকাল ১১টায় মুক্তি ফাউন্ডেশন অফিসে এ সভা অনুষ্ঠিত হয়। ফোরামের সাতক্ষীরা জেলা শাখার সভাপতি অধ্যক্ষ আশেক-ই-এলাহী সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উন্নয়ন প্রচেষ্টার পরিচালক শেখ ইয়াকুব আলী, মুক্তি ফাউন্ডেশনের পরিচালক গোবিন্দ ঘোষ, নারী উন্নয়ন সংস্থার সমন্বয়কারী গুলশাহানারা খাতুন, ভুমিজ ফাউন্ডেশনের মহাদেব দাস, সুশীলনের প্রতিনিধি এসএম জাবেদ, সঞ্জীবন পরিচালক শেখ শফিউল হোসেন, প্রতীক্ষা ফাউন্ডেশনের সুমন সেন, উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থা জয়ন্তী রাণী দাস, স্বনির্ভর পরিচালক শাহাজন মোড়ল, মৃত্তিকা পরিচালক আব্দুস সালাম, জাগরণী চক্র ফাউন্ডেশনের প্রতিনিধি আজাদ রহমান, আশ্রায়ণ ফাউন্ডেশনের টিপু সুলতান ও মুক্তি ফাউন্ডেশনের আবুল কালাম প্রমুখ।
সভায় আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইশতেহারে পানি সম্পদ ব্যাবস্থাপনাকে সংযুক্তি এবং পরবর্তীতে সরকারি পরিকল্পনায় অন্তর্ভুক্তিতে প্রয়োজনীয় ও কার্যকর উদ্যোগ গ্রহণের জন্য জনগণের পক্ষ থেকে কয়েকটি প্রস্তাবনা উপস্থাপন করেন ঐতিহ্য : উপকূলীয় পানি সম্পদ ব্যাবস্থাপনা ফোরামের সাতক্ষীরা জেলা সভাপতি অধ্যক্ষ আশেক-ই-এলাহী।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version